আসন্ন মরসুমেও দিল্লির হয়ে ঋষভ পন্থের খেলা ঘিরে অনিশ্চয়তা

২০২২ সালের শেষে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই দূর্ঘটনার জেরেই গত মরসুমে খেলতে পারেননি তিনি। এবার তাঁর খেলা ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

author-image
Manoj Kumar
New Update
Rishabh Pant

Rishabh Pant. ( Image Source: X(Formerly known twitter)

এখনও ছয় সপ্তাহ বাকি রয়েছে ভারতের ক্যাশরাচ লিগ শুরু হতে। সেখানেই দিল্লিতে ফের একবার ঋষভ পন্থকে দেখা যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ঋষভ পন্থও যে এবারের লিগে খেলার জন্য মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তিনি আদৌ এবারও খেলতে পারবেন। দিল্লির মেন্টর রিকি পন্টিংয়ের কথা শোনার পর কিন্তু আশঙ্কার সৃষ্টি হতেই পারে। কারণ ঋষভ পন্থ খেলতে না পারলে এখন থেকেই নাকি তাঁর পরিবর্ত অধিনায়কের কথা ঠিক করে রেখেছে দিল্লি।

রিকি পন্টিংয়ের সদ্য একটি সাংবাদিক সম্মেলনে এমন বক্তব্য অনেক ঋষভ পন্থ ভক্তদেরই কিন্তু মনে আশঙ্কা তৈরি করার জন্য যথেষ্ট। গত বছরের এই ক্যাশরিড লিগে খেলতে পারেননি ঋষভ পন্থ। তাঁর জায়গায় ডেভিড ওয়ার্নারকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি। শোনাযাচ্ছে ঋষভ পন্থ খেলতে না পারলে এবারও নাকি সেই ডেভিড ওয়ার্নারের ওপরই ভরসা রাখতে চলেছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। আর তাতেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। আসন্ন মরসুমে ঋষভ পন্থ খেলতে পারবেন কিনা তা নিয়েই জোরকদমে নানান হিসাব নিকাশ চলছে।

ভয়াবহ গাড়ী দূর্ঘটনার জেরে গত মরসুমে খেলতে পারেননি ঋষভ পন্থ

২০২২ সালের শেষে এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই দূর্ঘটনার জেরেই এখনও পর্যন্ত মাঠের বাইরে রয়েছেন তিনি। ভারতীয় টি টোয়েন্টি লিগ তো বটেই, দেশের জার্সিতেও এই তারকা ক্রিকেটারকে দেখা যায়নি মাঠে। গতবার দিল্লির ম্যাচ ডাগ আউটে বসেই দেখেছিলেন ঋষভ পন্থ। তবে মাঠে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। সেই মতো রিহ্যাবও চলছে এখন জোরকদমে। কিন্তু তিনি খেলার মতো প্রস্তুত কিনা সেই সম্বন্ধে এখনও পর্যন্ত কোনোরকম নিশ্চয়তা নেই। এমন কী রিকি পন্টিং নিজেই এখনও পর্যন্ত নিশ্চিত নন যে ঋষভ পন্থ দলে ফিরলেও উইকেটকিপিং অরশন হিসাবে তাঁকে পাওয়া যাবে কিনা।

এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, "ঋষভ পন্থ এই মুহূর্তে নিজে খুব নিশ্চিত যে তিনি খেলবেন। তবে অধিনায়কত্ব সম্বন্ধে এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চয়তা নেই। তবে এখনও প্রথম ম্যাচ শুরু হওয়া থেকে ছয় সপ্তাহ দূরে রয়েছি আমরা। তাঁর থেকে এই বছরে উইকেটকিপিং আমরা পাব কিনা সেই ব্যপারেও সেভাবে নিশ্চিত নই। ঋষভ পন্থ যদি এবারও খেলতে না পারেন সেই জায়গায় গতবছরের অধিনায়ক ডেভিড ওয়ার্নারই সেই দায়িত্ব পালন করবেন"।

ঋষভ পন্থ এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। নিজেদের রিহ্যাব সেশনের ছবি বারবারই ঋষভ পন্থ সোশ্যাল মিডিয়াতে দিয়েওছেন। এখন সুধুই তাঁর মাঠে ফেরার অপেক্ষায় সকলে।

Sports News