আইপিএল শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের ক্যাশরীচ লিগ। তার আগেই দলের নেতৃত্বে বদল আনল লখনউ সুপার জায়ান্টস। অধিনায়ক কেএল রহুল থাকলেও বদলে গেল এবার লখনউ সুপার জায়ান্টসের সহ অধনায়কের নাম। ক্রুণাল পান্ডিয়ার পরিবর্তে লখনউ সুপার জায়ান্টসের সহ অধিনায়কের দায়িত্ব উঠন এবার নিকোলাস পুরানের ওপর। বৃহস্পকিবারই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হল লখনউয়ের তরফে। গতবার লখনউয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই নিকোলাস পুরান।
এবার সেই ক্যারিবিয়ান তাকার দায়িত্বই খানিকাট বাড়ল। এতদিন লখনউ সুপার জায়ান্টসে কেএল রাহুলের ডেপুটির দায়িত্বে দেখা যেত ক্রুণাল পান্ডিয়াকে। তাঁকে অবশ্য সেই দায়িত্ব থেকে এবার সরানোরই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই জেয়গাতেই লখনউ সুপার জায়ান্টসের নতুন সহ অধিনা.য়ক হলেন নিকোলাস পুরান। গতবার কুইন্টন ডিককের পরিবর্তে ওপেনিংয়ে খেলানো হয়েছিল এই নিকোলাস পুরানকে। সেখা্নেই নিজের দায়িত্বের সঙ্গে সম্পূর্ণ সদ্ব্যাবহার করেছিলেন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার।
গতবছর লখনউয়ের হয়ে ৩৫৮ রান করেছিলেন নিকালোস পুরান
এবারের নতুন মরসুম শুরু হওয়ার আগেই সেই সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর তাতেই কার্যত অনেকে হতবাক হয়েছে। আইপিএলের মঞ্চে বহু ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটারের। এর আগে পঞ্জাব, হায়দারাবাদের হয়ে খেলেছেন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। সেখানেও নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। গতবারও আইপিএলের মঞ্চে লখনউয়ের হয়ে ওপেনিংয়ে সাফল্য পেয়েছিলেন লিকোলাস পুরান। সেই পারফরম্যান্স তিনি এবারও ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।
গতবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১৫টি ম্যাচ খেলেছিলেন নিকোলাস পুরান। সেখানেই ৩৫৮ রান করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর ঝুলিতে ছিল দুটো অর্ধশতরান। এছাড়া এই তারকা ক্রিকেটারের স্ট্রাইকরেট ছিল ১৭২.৯৪। সমস্ত দিক বিচার করেই এবার নিকোলাস পুরানকে সহ অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারের ঝুলিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। দেশের জার্সি সব আরও অন্যান্য লিগে নিকোলাস পুরানের অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। সেটাই যে এখানে তিনি কাজে লাগাতে চাইবেন তাও বলার অপেক্ষা রাখে না। ক্রুণাল পান্ডিয়ার পরিবর্তে এবার সেই দায়িত্ব পেয়েছেন নিকোলাস পুরান। সেখানে এই তারকা ক্রিকেটার সাফল্য পায় কিনা সেটাই দেখার।