বিরাট কোনও অঘটন না ঘটলে আইপিএল দিয়েই মাঠে ফিরত চলেছেন ঋষভ পন্থ। আইপিএলের মঞ্চে ফেরার জন্য সেভাবে নিজের প্রস্তুতিও চালাচ্ছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ঋষভ পন্থকে নিয়েই এবার বিসেষ পরামর্শ দিলেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে এখনই ঋষভ পন্থকে নিয়ে অতি তাড়াহুড়ো করা উচিত্ নয়। চোটের জন্য গতবার অবশ্য দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারেননি ঋষভ পন্থ। এবারই দলের জার্সিতে ফিরতে চলেছেন তিনি। আইপিএলের মঞ্চে ঋষভ পন্থ ফের একবার সাফল্য পায় কিনা সেটাই দেখার।
২০২২ সালের শেষে দিকে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই ঋষভ পন্থকে নিয়েই এই মুহূর্তে নানান হিসাব নিকাশ চলছে। সেই পরিস্থিতিতেই ঋষভ পন্থকে নিয়ে খানিকটা ধীরে চলো নীতির কথাই শোনাযাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের গলায়। তাঁর মতে ঋষভ পন্থ মাঠে ফিরলেও এখনই তাঁর ওপর বেশী চাপ দেওয়া কার্যত ঠিক হবে না। শোনাযাচ্ছে দলে ফিরলেও উইকেটকিপিং করবেন না ঋষভ পন্থ। সুনীল গাভাসকরের মুখেও সেই একই কথা শোনাযাচ্ছে।
২০২২ সালে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ
এই প্রসঙ্গে প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর জানিয়েছেন, অবশ্যই তাঁর মধ্যে সেই ভাবনার দক্ষতা রয়েছে। তিনি যদি সম্পূর্ণ ফিট হয়ে ফেরেন, তবে দলের নেতৃত্ব তাঁর হাতেই তুলে দেওয়া উচিত্। আর সেই ব্যপারেই আশাবাদী থাকতে হবে আমাদের। তাঁর পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার এটাই প্রথম মরসুম। তাড়াহুড়ো করে এমন কিছুই তাঁকে দিয়ে করানো উচিত্ নয় যার ফলে পরবর্তীতে সমস্যা হতে পারে। ব্যাটিং এবং উইকেটকিপিংয়ের জন্য হাঁটু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যদিও প্রাথমিকভাবে উইকেটকিপিং করবেন না ঋষভ পন্থ। হয়ত যে ঋষভ পন্থকে আমরা দেখতে অভ্যস্থ ছিলাম, তাঁকে এবার দেখতে পাব না।
ভয়াবহ গাড়ী দূর্ঘটনাক কবলে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। দেশের জার্সিতে যেমন কোনও ম্যাচে নামতে পারেননি তিনি, তেমনই গতবছরের আইপিএলের মঞ্চেও দেখা যায়নি ঋষভ পন্থকে। গতবছর দিল্লির হয়ে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন ডেভিড ওয়ার্নার। নতুন বছরের শুরুতেই অবশ্য খানিকটা স্বস্তির খবর দিল্লি শিবিরের তরফে। এবারের আইপিএলে উফের দিল্লির জার্সিতে মাঠে নামতে চলেছেন ঋষভ পন্থ। ফে একবার তাঁর হাত থেকে বিধ্বংসী ইনিংস দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট মহল।