গাস অ্যাটকিনসনের পরিবর্তে দুশমন্ত চামিরাকে দলে নিল কলকাতা

গাস অ্যাটকিনসনের পরিবর্তে আসন্ন মরসুমে কলকাতার হয়ে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার দুশমন্ত চামিরাকে। ৫০ লক্ষ্য টাকাতেই আসন্ন মরসুমের জন্য কলকাতায় এসেছেন দুশমন্ত চামিরা।

author-image
Manoj Kumar
New Update
Dushmantha Chameera

Dushmantha Chameera. ( Image Source: X)

আইপিএল থেকে একের পর এক ব্রিটিশ ক্রিকেটার নাম তুলে নিচ্ছেন। মার্ক উড আগেই নিজের নাম তুলে নিয়েছিলেন। এবার কলকাতার হয়ে ক্যাশরীচ লিগে খেলতে দেখা যাবে না গাস অ্যাটকিনসনকে। এখনও পর্যন্ত আইপিএলের সূচী ঘোষণা হয়নি। তার আগেই অবশ্য নাইট শিবির থেকে নিজের নাম তুনে নিয়েছেন গাস অ্যাটকিনসন। যদিও কলকাতা নাইট রাইডার্সও তাঁর পরিবর্ত ক্রিকেটার খুঁজতে খুব একটা বেশী সময় নেয়নি। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে শ্রীলঙ্কার দুশমন্ত চামিরাকেই বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ক্যাশরীচ লিগে কিনি কেকেআরের হয়ে সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।

নিলামে ইংল্যান্ডের এই তাকা ক্রিকেটার গাস অ্যাটতিনসনকে ১ কোটি টাকা দিয়ে দলে তুলে নিয়েছিল কলকাতা। কিন্তু শেষরক্ষা হলনা। প্রতিযোগিতা শুরু হওয়ার অন্তত দেড় মাস আগেই নিজের নাম তুলে নিয়েছেন গাস অ্যাটকিনসন। যদিও ঠিক কী কারণে তিনি এবারের আইপিএলে খেলবেন না সেই কথা  পরিস্কার করে জানানো হয়নি। তাঁর পরিবর্তে নাইট রাইডার্সের জার্সিতে এবার দেখা যাবে দুশমন্ত চামিরাকেই।

৫০ লক্ষ টাকায় দুশমন্ত চামিরাকে দলে নিয়েছে কলকাতা

এই প্রসঙ্গে জানানো হয়েছে, "আইপিএলের আসন্ন মরসুমের জন্য ইংল্যান্ডের তারকা পেসার গাস অ্যাটকিনসনের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে দুশমন্ত চামিরাকে"।

দুশমন্ত চামিরা অবশ্য তাঁর পেসের জন্য যথেষ্ট বিখ্যাত। পেসের সঙ্গে তাঁর সুইং করার দক্ষতাই অন্যান্য বোলারদের থেকে এই শ্রীলঙ্কান বোলারকে আলাদা করে দেয়। সেই কাজ যদি তিনি কেকেআরের হয়েও করতে পারেন, তবে যে প্রতিপক্ষ বেশ সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া এর আগেও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে দুশমন্ত চামিরার। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আইপিএলের মঞ্চে দেখা গিয়েছে শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটারকে।

রাজস্থান এবং  বেঙ্গালুরুর হয়ে এর আগে আইপিএল খেলেছেন দুশমন্ত চামিরা। এছাড়া ২০২২ সালে লখনউয়ের হয়েও খেলতে গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেখানে লখনউয়ের হয়ে ১২ ম্যাচে ৯ টি উইকেট তুলে নিয়েছিলেন দুশমন্ত চামিরা। এবার সেই শ্রীলঙ্কার তারকা পেসারই কলকাতার নাইটদের শিবিরে। তিনি এখানেও সফল হতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

গাস অ্যাটকিনসনকে ১ কোটি টাকা দিয়ে দলে রেখেছিল কলকাতা। তবে দুশমন্ত চামিরাকে অবশ্য তাঁরপ ন্যূনতন মূল্য ৫০ লক্ষ টাকা দিয়েই দলে নিয়েছে কেকেআর। এখনও পর্যন্ত আইপিএলের সূচী ঘোষণা হয়নি। শোনাযাচ্ছে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে পারে এবারের আইপিএল।

Sports News