আইপিএল ২০২৪-এর জন্য প্যাট কামিন্সকে অধিনায়ক হিসেবে বেছে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএল ২০২৪-এর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স আসন্ন মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন।

author-image
Manoj Kumar
New Update
Pat Cummins

Pat Cummins. (Photo Source: X)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অলরাউন্ডার এডেন মার্করাম। কিন্তু তিনি পুরোপুরিভাবে অসফল হয়েছিলেন এবং এসআরএইচ পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল। আইপিএল ২০২৪-এর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স আসন্ন মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন।

প্যাট কামিন্স এর আগে আইপিএলে কখনও অধিনায়কত্ব করেননি। তবে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক হিসেবে তাঁর রেকর্ড খুবই ভালো। সেই কারণেই তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) এবং ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁর নেতৃত্বে আইপিএল ২০২৪-এর ট্রফি জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

এসআরএইচ দলের নতুন প্রধান কোচ হয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে রয়েছে। আইপিএল ২০২৪-এ তাঁর এবং প্যাট কামিন্সের তত্ত্বাবধানে খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ। উল্লেখযোগ্যভাবে, এসআরএইচ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্যাট কামিন্সকে অধিনায়ক করার কথাটি ঘোষণা করেছে।

নিলামে বড় দামে প্যাট কামিন্সকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ

গত বছর নিলামে প্যাট কামিন্সকে ২০.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এসআরএইচকে নেতৃত্ব দেবেন। এর আগে ডেভিড ওয়ার্নার তাদের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৬৭টি ম্যাচে এসআরএইচকে নেতৃত্ব দিয়েছিলেন।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার অভিজ্ঞতা প্যাট কামিন্সের কাছে রয়েছে। তিনি আইপিএলে এখনও পর্যন্ত ৪২টি ম্যাচ খেলেছেন। তাঁর উইকেট এবং রানসংখ্যা হল যথাক্রমে ৪৫ এবং ৩৭৯। তাঁর বোলিংয়ের গড় এবং ইকোনমি রেট হল যথাক্রমে ৩০.১৬ এবং ৮.৫৪। আইপিএল ২০২৪-এ তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।

আইপিএল ২০২৪-এর জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াড: প্যাট কামিন্স, আবদুল সামাদ, অভিষেক শর্মা, এডেন মার্করাম, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সনভীর সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, ময়ঙ্ক আগরওয়াল, টি নটরাজন, অনমোলপ্রীত সিং, ময়ঙ্ক মার্কন্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকী, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাতাভেদ সুব্রমণ্যন।

Sports News