ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর প্ৰথম পর্বে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার ডেভন কনওয়ের পরিষেবা পাবে না চেন্নাই সুপার কিংস (সিএসকে)। উল্লেখযোগ্যভাবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ডেভন কনওয়ে। এরপর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম টেস্ট ম্যাচটি থেকে বাদ পড়ে যান।
চোট পাওয়ার পর ৩২ বছর বয়সী এই ব্যাটারকে বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এরপর, নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিকেল টিম জানায় যে তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। এই কারণেই তাঁকে প্রায় আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
চেন্নাই সুপার কিংস একটি অনেক বড় ধাক্কা খেয়েছে। গত মরসুমে সিএসকের হয়ে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন ডেভন কনওয়ে। রুতুরাজ গায়কওয়াড় এবং তাঁর জুটি সিএসকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাঁর অনুপস্থিতিতে অজিঙ্কা রাহানে অথবা রাচিন রবীন্দ্র রুতুরাজের সাথে ওপেন করতে পারেন।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, "ব্ল্যাকক্যাপসের ওপেনার ডেভন কনওয়ে এই সপ্তাহে বুড়ো আঙুলে অস্ত্রোপচার করাবেন যেটিতে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেএফসি টি-২০ সিরিজে খেলার সময় চোট পেয়েছিলেন। বেশ কয়েকটি স্ক্যান এবং বিশেষজ্ঞের পরামর্শের পরে, আমরা বুঝতে পেরেছি যে কনওয়ের রিকভারির সম্ভাব্য সময়সীমা কমপক্ষে আট সপ্তাহ হতে পারে।"
"তার অনুপস্থিতি আমাদের জন্য একটি বড় ক্ষতি হবে" - গ্যারি স্টেড
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেছেন যে উইল ও'রোর্ক হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এবং তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে খেলতে পারবেন না। দ্বিতীয় ম্যাচটিতে বেন সিয়ার্স তাঁর জায়গা নিতে পারেন। উল্লেখযোগ্যভাবে, প্ৰথম টেস্ট ম্যাচটিতে অস্ট্রেলিয়ার কাছে ১৭২ রানে হেরেছিল নিউজিল্যান্ড।
গ্যারি স্টেড বলেন, "অতীতে তার হ্যামস্ট্রিংয়ে চোট ছিল না। উইলের জন্য এবং আমাদের জন্য এটি খুবই হতাশাজনক কারণ আমরা সবাই দেখেছিলাম যে সে দুর্দান্তভাবে বোলিং করেছিল এবং তার টেস্ট ক্যারিয়ারের দিক থেকে এবং তার বয়সের দিক থেকে সে অনেক ছোট, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ানরা তার বিরুদ্ধে যেভাবে খেলেছিল তাতে বোঝা যাচ্ছিল যে তারা তাকে সম্মান করছে।"
তিনি আরও বলেন, "তার অনুপস্থিতি আমাদের জন্য একটি বড় ক্ষতি হবে। তার বদলি হিসেবে আমরা বেন সিয়ার্সকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এমন কাউকে চেয়েছিলাম যার কাছে অনেক গতি আছে।"