আগামী ২২ মার্চ শুরু হতে পারে ইন্ডিয়ান টি২০ লিগ

আগামী ২২ মার্চ থেকে শুরু হতে পারে এবারের ইন্ডিয়ান টি২০ লিগ। প্রাথমিকভাবে প্রথম ১৫ দিনের ক্রীড়াসূচীই ঘোষণা হতে চলেছে। ভারতের মাটিতেই হবে এবারের ইন্ডিয়ান টি২০ লিগ।

author-image
Manoj Kumar
New Update
CSK

Chennai. (Image Source: X )

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ২২ মার্চ থেকেই শুরু হতে পারে এবারের ইন্ডিয়ান টি২০ লিগ। ভারতীয় ক্রিকেট বোর্ডেইন্ডিয়ান টি২০ লিগের চেয়ারম্যানের মুখে তেমনই মন্তব্য।  তবে এই লিগের সূচী কোন সময় প্রকাশ হবে তা নিয়ে এই মুহূর্তে কোনওরকম পরিস্কার বার্তা নেই। শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেই নাকি ঘোষণা হয়ে যেতে পারে ইন্ডিয়ান টি২০ লিগের সূচী। তবে ২২ মার্চ থেকেই যে ম্যাচ কার্যত শুরু হতে চলেছে তা অরুণ ধুমালের কথা থেকেই স্পষ্ট। আর তাতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

বেশ কয়েকদিন ধরেই আইপিএল এখানে হওয়া নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কারণ শোনাযাচ্ছে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত লোকসভা নির্বাচন হতে পারে ভারতে।  সেই দিন অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আর সেই কারণেই আইপিএলের সূচী ঘোষণা করতেও দ্বিধা করছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। সূচী অবশ্য এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু ভারতের মাটিতে এই ক্যাশরীচ লিগ কবে থেকে শুরু হতে পারে, সেই একটা ইঙ্গিত দিয়ে দিলেন লিগ কমিটির চেয়ারম্যান অরুণ ধুমাল।

প্রাথমিক ভাবে প্রথম ১৫ দিনের সূচী ঘোষণা হতে চলেছে

তবে এবারের আইপিএলের সূচী নাকি ঘোষণা হবে ধাপে ধাপে। একবারে গোটা প্রতিযোগিতার সূচী ঘোষণা হবে না। শোনাযাচ্ছে প্রথম ১৫ দিনের সূচী ঘোষণা করা হবে প্রথম দিকে। এরপর নির্বাচনের সূচী ঘোষণা করার পরই ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগের পূর্ণাঙ্গ সূচী ঘোষণা করা হবে লিগ কমিটির তরফে। নির্বাচণের কারণে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার সমস্যা হতেই পারে। সেই সমস্ত কারণেই হয়ত এমন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছেন বোর্ড কর্তারা।

এই একই কারণে অবশ্য একবার শোনাযাচ্ছিল যে এবারপের ইন্ডিয়ান টি২০ লিগ নাকি দেশের বাইরেও আয়োজিত হতে পারে। যদিও শেষপর্যন্ত তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে। লিগ কমিটির চেয়ারম্যান সংবাদ সংস্থায় জানিয়েছেন, "এই মুহূর্তে মার্চ মাসের ২২ তারিখকেই এই প্রতিযোগিতা শুরু করার দিন হিসাবে দেখছি আমরা। সরকারী সংস্থাগুলোর সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছি এবং একেবারে প্রথম পর্বের ম্যাচের সূচীই ঘোষণা করা হবে। সম্পূর্ণ প্রতিযোগিতা ভারতের মাটিতেই হবে"।

শেষবার এই প্রতিযগিতা চ্যাম্পিয়ন হয়েছিল এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। এবারও যে তারা সেই ধারা বজায় রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বাকি দল গুলোও প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন শুধুই আইপিএলের দিন ঘোষণার অপেক্ষা।

Sports News