বিরাট কোহলির হাতে ইন্ডিয়ান টি২০ লিগ দেখার অপেক্ষায় ইরফান পাঠান

২০১৬ সালে বিরাট কোহলির নেতৃত্বে শেষবার ফাইনালে পৌঁছেছিল বেঙ্গালুরু। সেবার সর্বোচ্চ রানও করেছিলেন বিরাট কোহলি। কিন্তু শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি তারা।

author-image
Manoj Kumar
New Update
Virat and Villiers

Virat Kohli. ( Image Source: X )

এখনও পর্যন্ত তিনবার ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগের ফাইনালে পৌঁছেছে  বেঙ্গালুরু। যদিও একবারও চ্যাম্পিয়নের স্বাদ পায়নি তারা। সেই দলে বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার থাকলেও বারবারই তাদের ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে। এবার সেই বিরাট কোহলিকে নিয়েই বিরাট একটা বার্তা দিলেন প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। এবার যদি বেঙ্গালুরু সেই প্রতিযোগিতা জিততে পারে, তবে গোটা আইপিএলের মঞ্চেই সেটা একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। তাদের দলের সঙ্গে সমর্থকদের সম্পর্কের কথা ভেবেই এমন বার্তা দিয়েছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

শেষবারও আইপিএলের মঞ্চে ভাল পারফরম্যান্স দেখিয়েছিল আরসিবি। কিন্তু  শেষরক্ষা করতে পারেনি তারা। ২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছেছে বেঙ্গালুরু। কিন্তু তিনবারই ব্যর্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। বিরাট কোহলির হাতে ট্রফি দেখার অপেক্ষায় এই মুহূর্তে সকলে রয়েছে। বিরাট কোহলি নিজেও যে সেই ট্রফি হাতে পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তের অপেক্ষায় যে প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও রয়েছেন তাও বেশ স্পষ্ট। তাঁর মতে যেদিন বিরাট কোহলি ও আরসিবি এই ট্রফি জিতবে সেদিন আইপিএলের মঞ্চে ঐতিহাসিক দিন হবে।

২০১৬ সালে শেষবার ফাইনালে পৌঁছেছিলেন বিরাট কোহলিরা

২০২২ সালেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল বেঙ্গালুরু। সেবার প্লেঅফে নিজেদের জায়গা করে নিয়েছিল এই তারকাখচিত দল। যদিও শেষপর্যন্ত তারা পারেননি। হেরেই মাঠ ছাড়তে হয়েছিল বেঙ্গালুরুকে। গতবারও বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু প্রতিবারই বেঙ্গালুরুর তীরে এসে তরী ডুবেছিল। এবার সেই বিরাট কোহলির হাতেই ট্রফি দেখার অপেক্ষায় রয়েছেন তারকা ক্রিকেটার ইরফান পাঠান।

এই প্রসঙ্গে ইরফান পাঠান সম্প্রচারকারী সংস্থায় জানিয়েছেন, "২০১৬ সালের মরসুমটা বিরাট কোহলি এবং বেঙ্গালুরুর জন্য সত্যিই একটা বিশেষ মরসুম ছিল। আমি ভেবেছিলাম যে সেই মরসুমে ট্রফি জিততেই পারবে বেঙ্গালুরু। যদি বিরাট কোহলি এবং বেঙ্গালুরু এবারের ট্রফি জিততে পারে সেটা এবারের আইপিএলের মঞ্চে একটা ঐতিহাসিক দিন হবে"।

ইরফান পাঠান আরও জানিয়েছেন, "আরসিবি এবং তাদের সমর্থকদের মধ্যে যে সম্পর্ক রয়েছে এমনটা আমি এর আগে কখনোও হতে দেখিনি। গোটা বিশ্বে তাদের কাছেই সবচেয়ে বিশ্বস্ত সমর্থকরা রয়েছেন। এখনও পর্যন্ত একটিও ট্রফি জিততে পারেনি তারা। কিন্তু বেশ কয়েকবার ট্রফি জয়ের কাছে পৌঁছে গিয়েছিল বেঙ্গালুরু"।

Sports News