নিজের সেরা আইপিএল একাদশে হার্দিক পান্ডিয়াকে রাখবেন বলে জানালেন ম্যাথু হেডেন

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলেছেন যে তাঁর সেরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) একাদশে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) অধিনায়ক এবং অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রাখবেন।

author-image
Manoj Kumar
New Update
Hardik Pandya

Hardik Pandya. (Photo Source: X)

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলেছেন যে তাঁর সেরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) একাদশে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) অধিনায়ক এবং অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রাখবেন। হার্দিক ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সাল পর্যন্ত তাদের হয়েই খেলেছিলেন। এরপর, ২০২২ সালের মরসুমে এই প্রতিভাবান অলরাউন্ডার গুজরাট টাইটান্স (জিটি) দলে অধিনায়ক হিসেবে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে তাঁর নেতৃত্বে জিটি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৩ সালের মরসুমে তিনি তাঁর দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এরপর, আইপিএল ২০২৪-এর আগে ট্রেডিংয়ের মাধ্যমে আবার মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে আসেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

আইপিএলে আমরা এখনও পর্যন্ত অনেক অনেক অলরাউন্ডারকেই খেলতে দেখেছি। তাদের মধ্যে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে আইপিএলের সেরা একাদশে একজন পেস বোলিং অলরাউন্ডারকে রাখার ক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রাক্তন কোচ টম মুডি এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন উভয়ের মনেই একটি নাম এসেছে। সেটি হল হার্দিক পান্ডিয়া।

ম্যাথু হেডেন বলেন, "আমি একটি জায়গাও নষ্ট করতে চাই না, যদি এমন একটি ব্যাপারে থাকে যেখানে আপনি সেরাদের বাছাই করছেন, সেখানে বিদেশী প্রতিভার পরিবর্তে একজন ভারতীয় প্রতিভাকে সুযোগ দিতে হবে, সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া নিশ্চিতভাবে আমার সেরা একাদশে জায়গা পাবেন। আমি জাদেজাকেও বাছাই করে নেব, কারণ আমি বাঁ-হাতি বিকল্প এবং একজন দুর্দান্ত ফিল্ডারকে চাই, যা হার্দিকও। সুতরাং, এই পর্যায়ে হার্দিকই আমার পছন্দ।"

আইপিএলে হার্দিক পান্ডিয়ার রেকর্ড খুবই ভালো

আইপিএলে হার্দিক পান্ডিয়া এখনও পর্যন্ত ১২৩টি ম্যাচ খেলেছেন এবং ২৩০৯ রান করেছেন। তিনি ৩০.৩৮ গড় এবং ১৪৫.৮৬ স্ট্রাইক রেটের সাথে এই রান করেছেন। তাঁর সর্বোচ্চ স্কোর হল ৯১। অন্যদিকে, বল হাতে তিনি এখনও পর্যন্ত ৫৩টি উইকেট শিকার করেছেন। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান হল ৩/১৭।

আইপিএল ২০২২-এ গুজরাট টাইটান্সের হয়ে ৪৮৭ রান করেছিলেন হার্দিক পান্ডিয়া। এর পাশাপাশি তিনি ৮টি উইকেটও নিয়েছিলেন। এরপর, আইপিএল ২০২৩-এ তাঁর ব্যাট থেকে মোট ৩৪৬ রান এসেছিল। তবে এই মরসুমে বল হাতে তিনি তেমন ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি মাত্র ৩টি উইকেট পেয়েছিলেন। আইপিএল ২০২৪-এ তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।

Sports News