আইপিএল ২০২৪-এর সময়সূচী প্রকাশিত হল, প্ৰথম ম্যাচে আরসিবির মুখোমুখি হবে সিএসকে

আইপিএল ২০২৪-এর সময়সূচী পুরোপুরিভাবে প্রকাশ করা হয়নি। ২২শে মার্চ থেকে ৭ই এপ্রিল পর্যন্ত যে ম্যাচগুলি রয়েছে শুধুমাত্র সেগুলির ব্যাপারেই বিস্তারিত জানা গেছে। লোকসভা নির্বাচনের কারণেই আইপিএল ২০২৪-এর পুরো সময়সূচী প্রকাশ করা সম্ভব হয়নি।

author-image
Manoj Kumar
New Update
MS Dhoni and Faf du Plessis

MS Dhoni and Faf du Plessis. (Photo Source: X)

অবশেষে প্রকাশিত হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর সময়সূচী। ২২শে মার্চ থেকে বিশ্বের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগটি শুরু হবে। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্যভাবে, আইপিএল ২০২৪-এর সময়সূচী পুরোপুরিভাবে প্রকাশ করা হয়নি। ২২শে মার্চ থেকে ৭ই এপ্রিল পর্যন্ত যে ম্যাচগুলি রয়েছে শুধুমাত্র সেগুলির ব্যাপারেই বিস্তারিত জানা গেছে। লোকসভা নির্বাচনের কারণেই আইপিএল ২০২৪-এর পুরো সময়সূচী প্রকাশ করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই বাকি ম্যাচগুলির জন্য সময়সূচী প্রকাশ করা হবে বলে আশা করা যায়।

২৬শে মে আইপিএল ২০২৪-এর ফাইনাল ম্যাচটি খেলা হতে পারে বলে জানা গেছে। আইপিএলের ১৭তম সংস্করণটি শেষ হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করবে।

আইপিএল ২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস

আইপিএলের ১৬তম সংস্করণের ফাইনালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সকে (জিটি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। জিটির কাছে টানা দুবার আইপিএলের শিরোপা জেতার সুযোগ ছিল। কিন্তু তারা সেটা হাতছাড়া করেছিল।

সিএসকে এখনও পর্যন্ত মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) নামেও পাঁচটি আইপিএল শিরোপা রয়েছে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নামে ২টি আইপিএল শিরোপা রয়েছে। আইপিএল ২০২৪-এ কোন দল চ্যাম্পিয়ন হয় সেটাই এখন দেখার বিষয়।

আইপিএল ২০২৪-এর সময়সূচী

ম্যাচ তারিখ সময় কেন্দ্র
চেন্নাই বনাম বেঙ্গালুরু ২২শে মার্চ রাত ৮ চেন্নাই
পঞ্জাব বনাম দিল্লি ২৩শে মার্চ দুপুর ৩ মোহালি
কলকাতা বনাম হায়দ্রাবাদ ২৩শে মার্চ সন্ধে ৭:৩০ কলকাতা
রাজস্থান বনাম লখনউ ২৪শে মার্চ দুপুর ৩ জয়পুর
গুজরাট বনাম মুম্বাই ২৪শে মার্চ সন্ধে ৭:৩০ আহমেদাবাদ
বেঙ্গালুরু বনাম পঞ্জাব ২৫শে মার্চ সন্ধে ৭:৩০ বেঙ্গালুরু
চেন্নাই বনাম গুজরাট ২৬শে মার্চ সন্ধে ৭:৩০ চেন্নাই
হায়দ্রাবাদ বনাম মুম্বাই ২৭শে মার্চ সন্ধে ৭:৩০ হায়দ্রাবাদ
রাজস্থান বনাম দিল্লি ২৮শে মার্চ সন্ধে ৭:৩০ জয়পুর
বেঙ্গালুরু বনাম কলকাতা ২৯শে মার্চ সন্ধে ৭:৩০ বেঙ্গালুরু
লখনউ বনাম পঞ্জাব ৩০শে মার্চ সন্ধে ৭:৩০ লখনউ
গুজরাট বনাম হায়দ্রাবাদ ৩১শে মার্চ দুপুর ৩ আহমেদাবাদ
দিল্লি বনাম চেন্নাই ৩১শে মার্চ সন্ধে ৭:৩০ ভাইজ্যাগ
মুম্বাই বনাম রাজস্থান ১লা এপ্রিল সন্ধে ৭:৩০ মুম্বাই
বেঙ্গালুরু বনাম লখনউ ২রা এপ্রিল সন্ধে ৭:৩০ বেঙ্গালুরু
দিল্লি বনাম কলকাতা ৩রা এপ্রিল সন্ধে ৭:৩০ ভাইজ্যাগ
গুজরাট বনাম পঞ্জাব ৪ঠা এপ্রিল সন্ধে ৭:৩০ আহমেদাবাদ
হায়দ্রাবাদ বনাম চেন্নাই ৫ই এপ্রিল সন্ধে ৭:৩০ হায়দ্রাবাদ
রাজস্থান বনাম বেঙ্গালুরু ৬ই এপ্রিল সন্ধে ৭:৩০ জয়পুর
মুম্বাই বনাম দিল্লি ৭ই এপ্রিল দুপুর ৩ মুম্বাই
লখনউ বনাম গুজরাট ৭ই এপ্রিল সন্ধে ৭:৩০ লখনউ
Sports News