টেস্ট ক্রম তালিকায় রোহিত শর্মাকে টপকে গেলেন যশস্বী জয়সওয়াল

রোহিত শর্মাকে টপকে টেস্ট ক্রম তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে জোড়া দ্বিশতরান করেছেন যশস্বী জয়সওয়াল।

author-image
Manoj Kumar
New Update
Yashasvi Jaiswal

Yashasvi Jaiswal. (Image Source: X )

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের এখনও একটি টেস্ট বাকি রয়েছে। কিন্তু তার আগেই ভারতীয় দলের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের মুকুটে নতুন পালক। টেস্ট ক্রম তালিকায় ১২ নম্বরে উঠে এলেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গেই টপকে গেলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। বুধবারই প্রকাশিত হয়েছে টেস্টের ক্রম তালিকা। সেখানেই কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন যশস্বী জয়সওয়াল। সেই পারফরম্যান্সের সৌজন্যেই এবার ১২ নম্বরে উঠে এলেন এই তরুণ ক্রিকেটার। এমন সাফল্যে যে যশস্বী জয়সওয়ালকে নিয়ে সকলে উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না।

নতুন ক্রম তালিকায় ১৩ নম্বর পজিশনে নেমে গিয়েছেন রোহিত শর্মা। সেখানেই নিজের দুর্ধর্ষ পারফরম্যান্স দিয়ে তিন ধাপ ওপরে উঠেছেন যশস্বী জয়সওয়াল। এই সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ছিলেন ১৫ নম্বর স্থানে। সেখানেই এবার তিনি উঠে এসেছেন ১২ নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর ব্যাট থেকে প্রতি ম্যাচেই এসেছে একের পর এক সেরা পারফরম্যান্স। সেইসঙ্গে বিরাট কোহলি থেকে রাহুল দ্রাবিড়ের রেকরড ভেঙেছেন তিনি এই মঞ্চেই।

চলতি টেস্ট সিরিজে জোড়া দ্বিশতরান রয়েছে যশস্বী জয়সওয়ালের

এই মুহূর্তে চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের মালিকও এই তরুণ ক্রিকেটার। চলতি সিরিজে ৬৫৫ রান করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। সেই পারফরম্যান্সেরই যে পুরস্কার এবার তিনি পেলেন তা বলার অপেক্ষা রাখে না। শেষ টেস্টেও যশস্বী জয়সওয়াল সেই রেকর্ড ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। সেখানে তাঁর সামনে প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকরের রেকর্ড ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন এই রুণ ক্রিকেটার। চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গেই গড়েছেন একের পর এক রেকর্ড। এদিন তিনি যখন মাঠে নেমেছিলেন, সেই সময় যশস্বী জয়সওয়ালের রান ছিল ৬১৮। বিরাট কোহলির থেকে ৩৭ রানে পিছিয়ে ছিলেন তিনি। সেই ৩৭ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। বিরাট কোহলির রেকর্ড তিনি যেমন ছুঁয়েছেন, তেমনই বহু রেকর্ডের হাতছানি রয়েছে তাঁর সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে ৭০০ রান রয়েছে সুনীল গাভাসকরের।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন যশস্বী জয়সওয়াল। পরপর দুই ম্যাচে দ্বিশতরান করেছেন তিনি। প্রথম টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরী ইনিংস। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে যে সুনীল গাভাসকরের রেকর্ডও ভেঙে দিতে পারবন তিনি তা বলার অপেক্ষা রাখে না। 

Sports News