যশস্বী জয়সওয়ালের মধ্যে সৌরভের ছাপ দেখছেন ইরফান পাঠান

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের মঞ্চে দ্বিশতরান ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই দ্বিশতরান করার সঙ্গেই একাধিক রেকর্ডের মালিকও হয়েছেন এই তরুণ ক্রিকেটার।

author-image
Manoj Kumar
New Update
Yashasvi Jaiswal

Yashasvi Jaiswal. ( Image Source: X )

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নেমেছে ভারত। সেখানেই ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালের ওপর ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সিদ্ধান্তটা যে ভুল ছিল না তা মাঠে নেমেই বুঝিয়ে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সেই আপ্লুত প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান। যশস্বী জয়সওয়ালের খেলার স্টাইলের সঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরই মিল খুঁজে পাচ্ছেন তিনি। বিশেষ করে অফ সাইডে যশস্বী জয়সওয়াল যেভাবে তাঁর শট খেলেন, তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছাপই দেখতে পাচ্ছেন ইরফান পাঠান।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স করছেন যশস্বী জয়সওয়াল। প্রথম ম্যাচে সেঞ্চুরী করতে না পারলেও, দ্বিতীয় টেস্টেই সেই আক্ষেপ পূরণ করেছেন তিনি। শুধু তাই নয় কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরীই বদলে গিয়েছে দ্বিশতরানে। সেইসঙ্গেই গড়েছেন একাধিক রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের মঞ্চে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর খেলার সঙ্গে সৌরভ গঙ্গপাধ্যায়ের খেলারই তুলনা করছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২০৯ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল

ভাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই নিজের পারফর্ম্যান্স প্রদর্শন করছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় টেস্টে ভারতীয় দল যখন নেমেছিল সেই মুহূর্তে ইংল্যান্ডের থেকে ১-০ ফলাফলে পিছিয়ে ছিল তারা। সেই জায়গা থেকেই ভারতীয় দলকে ঘুরে দাঁড়তে সবচেয়ে বেশী সাহায্য করেছেন এই তরুণ ক্রিকেটার। ভারতীয় দলের দ্বিতীয় টেস্ট জয়ের পিছনে প্রধান কারিগড় যে এই তরুণ ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ইরফান পাঠানের ভারতীয় দলের খেলা দেখার অন্যতম কারপণই নাকি যশস্বী।

এই প্রসঙ্গে ইরফান পাঠান জানিয়েছেন, "এই মুহূর্তে কোনও ক্রিকেটারের জন্য যদি আমি উচ্ছ্বসিত হয়ে থাকি. তবে সেটা হলেন যশস্বী জয়সওয়াল। এখন এটাই দেখার যে তিনি কেমনভাবে আইপিএলের মঞ্চে পারফরম্যান্স করেন। একজন অসাধারণ ক্রিকেটার তিনি। বিশেষ করে অফসাইডের শট খেলেন একেবারে সৌরভ গঙ্গপাধ্যায়ের মতো। ঠিক যেমন ভাবে তাঁকে আমরা দেখতাম এবং বলতাম যে সৌরভ গঙ্গোপাধ্যায় অফ সাইডের রাজা"।

ইরফান পাঠান যশস্বী জয়সওয়াল সম্বন্ধে আরও জানিয়েছেন, "এই পারফরম্যান্স ধরে রেখে যদি তিনি আগামী ১০ বছর নিজের খেলা চালিয়ে যায়, তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলা নিয়ে যেমন আমরা সবাই আলোচনা করি, যশস্বীকে নিয়েও তখন তেমনটাই হবে"।

Sports News