ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট দুরন্ত ফর্মে এগিয়ে চলেছেন যশস্বী জয়সওয়াল। প্রথম ম্যাচ থেকেই তাঁর ব্যাটে রয়েছে রানের গতি। সেই ধারা চতুর্থ টেস্টেও বজায় রেখেছেন তিনি। ভারতীয় দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও যশস্বী জয়সওয়াল নিজের পারফরম্যান্সের ধারা বজায় রেখেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও অর্ধশতরান পেয়েছেন তিনি। সেইসঙ্গেই নতুন এক নজিরও গড়েছেন এই তারকা ক্রিকেটার। বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে এক আসনে বসলেন এই তরুণ ক্রিকেটার। আর তাতেই কার্যত আপ্লুত হয়েছেন সকলে।
চতুর্থ টেস্টে ভারতীয় দল শুরুটা ভালভাবে করলেও সেই চাপটা ইংল্যান্ডের ওপর ধরে রাখতে পারেনি তারা। জো রুটের সেঞ্চুরীতে ভর করে সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। একইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ইংল্যান্ডের রবিনসন এবং বেন ফোকসও। সেই পারফরম্যান্সে ভর করেই ভারতের বিরুদ্ধে ৩৫৩ রানে পৌঁছেছিল ইংল্যান্ড। ভারতের ঘরের মাঠে হয়ত লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। কিন্তু রাঁচির পিচে যেভাবে স্পিনের দাপট দেখা যেতে শুরু করে, সেখানেই বেকায়দায় পড়ে যায় ভারতীয় দলের ব্যাটাররা।
চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৭৩ রান করেছেন যশস্বী জয়সওয়াল
সেই কঠিন পরিস্থিতিতেও এদিন ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ভারতীয় দলের কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গেই রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির সঙ্গে এক এলিট তালিকায় নিজের নাম তুলে নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ৬০০ রান করলেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গেই রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলিদের এলিট তালিকায় নাম তুললেন নিজের।
এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে ৬০০ রান করার রেকর্ড ভারতীয় হিসাবে বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়েরই ছিল। সেই তালিকাতেই তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে নাম তুললেন যশস্বী জয়সওয়াল। অর্ধশতরান করার পরই এই বিরল কীর্তি গড়েছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। এদিন তাঁর ব্যাটে ভর করেই ভারত লড়ইটা চালিয়ে যাচ্ছিল। কিন্তু যশস্বী ফিরতেই কার্যত ভারতের আশা শেষ বলাই যায়।
চতুর্থ টেস্টে ১১৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। তাঁর গোটা ইনিংসটা সাজানো রয়েছে ৮টি চার এবং ১টি ওভার বাউন্ডারি দিয়ে। এই সিরিজেই জোড়া দ্বিশতরান করেছেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে যশস্বীর ব্যাটে ফের সেঞ্চুরীর ঝলক দেখা যায় কিনা সেটাই দেখার।