বিরাট কোহলির অনুপস্থিতি ভারতের কাছে বিরাট ধাক্কা, মত নাসির হুসেনের

ব্যক্তিগত কারণের জন্য প্রথম দুটো টেস্টে খেলেননি বিরাট কোহলি। তৃতীয় টেস্ট থেকে নামার কথা থাকলেও, এবার সেখানেই শোনাযাচ্ছে অনিশ্চিত ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি

author-image
Manoj Kumar
New Update
Virat Kohli

Virat Kohli. ( Image Source: Twitter )

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে খেলেননি বিরাট কোহলি। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই বিশ্রাম চেয়ে নিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তৃতীয় টেস্ট থেকেই ভারতীয় দলে ফেরার কথা ছিল বিরাট কোহলি। কিন্তু গত মঙ্গলবার থেকেই শোনাযাচ্ছে যে বিরাট কোহলি নকি বাকি টেস্ট ম্যাচ গুলোতেও অনিশ্চিত। এমনটা হলে যে ভারতীয় দলের কাছে তা বিরাট একটা ধাক্কা, তা মানতে কোনও দ্বিধা নেই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেনের। শুধুমাত্র ভারতীয় দলই নয়, নাসির হুসেনের মতে বিরাট কোহলি না খেললে বিশ্ব ক্রিকেটের কাছেই তা বড়সড় ধাক্কা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ  টেস্ট ম্যাচ খেলতে দেখা গিয়েছিল বিরাট কোহলি। নতুন বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট দিয়ে যাত্রা শুরু করেছে ভারতীয় দল। কিন্তু সেখানেই প্রথম দুটো টেস্ট থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে শেষ তিনটে টেস্টে নামার কতা ছিল এই তারকা ক্রিকেটারের। কিন্তু এখন শোনাযাচ্ছে সেখানেও নীকি দেখা গিয়েছে অনিশ্চয়তা।

পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য প্রথম দুই টেস্ট খেলেননি বিরাট কোহলি

কয়েকদিন আগেই বিরাট কোহলিদের দ্বিতীয় সন্তান হওয়ার কথা সকলের সামনে এসেছে। আর সেই কারণেই য়ে এখন তিনি পরিবারের পাশে দাঁড়াতে চাইছেন তা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই এবার নাকি তৃতীয় ও চতুর্থ টেস্টেও বিরাট কোহলিকে দেখা নাওা যেতে পারে। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও পর্যন্ত সেভাবে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে বিরাট কোহলি মা খেললে ভারতীয় দলের কাছে তা বড়সড় ধাক্কা বলেই মনে করছেন নাসির হুসেন।

তিনি জানিয়েছেন, যদিও এই মুহূর্তে কোনও কিছুই সেভাবে নিশ্চিত নয়। যদিও সমস্তটাই একটা গুঞ্জন হিসাবে রয়েছে। তারা আগামী দুই ম্যাচের দল ঘোষণা করতে চলেছে। হয়ত আর কয়েক ঘন্টার মধ্যেই সেই দল ঘোষণা হয়েও যেতে পারে। সেটা পরবর্তী তিনটি ম্যাচের জন্যও হতে পারে। যদিও সমস্তটাই একটা জল্পনা। তবে বিরাট কোহলি না খেললে সেটা কিন্তু বড়সড় ধাক্কা। এটা যেমন ভারতের কাছে একটা বড় ধাক্কা তেমনই সিরিজেও বড়সড় ধাক্কা।

এই মুহূর্তে ইংল্যান্ডের সঙ্গে সিরিজে ১-১-এ দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। আগামী ১৫ ফেব্রুয়ারী তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

Sports News