তরুণদের টেস্ট ক্রিকেট খেলার প্রতি অনীহা থাকা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

ইশান কিষান ভারতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন। এরপর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দেশে ফিরে আসেন। তারপর তাঁকে আর ভারতীয় দলে জায়গা পেতে দেখা যায়নি।

author-image
Manoj Kumar
New Update
Rohit Sharma

Rohit Sharma. (Photo Source: X)

শ্রেয়স আইয়ার এবং ইশান কিষানের রঞ্জি ট্রফি না খেলাকে ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো নজরে দেখেনি। ২৬শে ফেব্রুয়ারি, সোমবার, রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচে ভারত ইংল্যান্ডকে ৫ উইকেটে হারানোর পর অধিনায়ক রোহিত শর্মা তরুণদের টেস্ট ক্রিকেট খেলার প্রতি অনীহা থাকা নিয়ে মুখ খুলেছেন।

রোহিত শর্মা বলেন, "দেখো, জিনকো টেস্ট ক্রিকেট কি ভুক নেহি হ্যায়, ও দেখ কে হি পাতা চল জাতা হ্যায়। উন সবকো খিলানে কা ক্যায়া ফায়দা ফির?" ("দেখুন, যারা টেস্ট ক্রিকেট খেলতে চায় না তাদের দেখলেই বোঝা যায়। তাহলে তাদের খেলিয়ে কি লাভ?")

ভারতের টেস্ট দলে জায়গা পাকা করতে রোহিত শর্মার অনেক সময় লেগেছিল। তিনি টেস্টে প্ৰথমে মিডল অর্ডারে ব্যাটিং করতেন। মিডল অর্ডারে খেলে তিনি শতরানও করেছিলেন। তবুও দলে তাঁর জায়গা পুরোপুরিভাবে পাকা হয়নি কারণ তিনি বেশ কয়েকবার ভালোভাবে শুরু করার পর খারাপ শট খেলে নিজের উইকেট হারিয়েছিলেন। শেষমেশ তিনি ইনিংস ওপেন করার সুযোগ পান। এরপর, তিনি ধারাবাহিকভাবে রান করতে থাকেন।

উল্লেখযোগ্যভাবে, ইশান কিষান ভারতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন। এরপর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দেশে ফিরে আসেন। তারপর তাঁকে আর ভারতীয় দলে জায়গা পেতে দেখা যায়নি। কিছুদিন আগে তাঁকে হার্দিক পান্ডিয়ার সাথে জিমে দেখা গিয়েছিল। অন্যদিকে, মুম্বাই এই মুহূর্তে রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে বরোদার বিরুদ্ধে খেলছে। তবে শ্রেয়স আইয়ার তাঁর দলকে পরিষেবা দিচ্ছেন না। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন শ্রেয়স আইয়ার এবং ইশান কিষান।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারত

একটি ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। চতুর্থ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডকে ধরাশায়ী করে ভারত। ইংল্যান্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সামনে ১৯২ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয়েছিল। ভারত ৫ উইকেটে ১৯২ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয়।

উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ধ্রুব জুরেল। তিনি প্ৰথম ইনিংসে ১৪৯ বলে ৯০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এরপর, দ্বিতীয় ইনিংসে তিনি ৭৭ বলে ৩৯ রান করে অপরাজিত থেকে যান। এই সিরিজের পঞ্চম ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

Sports News