সম্প্রতি, ইংল্যান্ডের দুই অভিজ্ঞ ব্যাটার জনি বেয়ারস্টো এবং জো রুটের ফর্মের ব্যাপারে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। উল্লেখযোগ্যভাবে, ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটিতে এই মুহূর্তে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এই সিরিজে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল ইংল্যান্ড। এরপর টানা দুটি ম্যাচে তারা রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের কাছে পরাজিত হয়।
চলতি সিরিজে জনি বেয়ারস্টো এখনও পর্যন্ত ৬টি ইনিংস খেলেছেন এবং মাত্র ১০২ রান করেছেন। তাঁর গড় হল মাত্র ১৭। রাজকোটে তৃতীয় টেস্টের প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে বেয়ারস্টো যথাক্রমে ০ এবং ৪ রান করেছিলেন।
আকাশ চোপড়া তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেন, "জনি বেয়ারস্টোকে নিয়ে একটি গুরুতর প্রশ্ন চিহ্ন থাকা উচিত কারণ তিনি ভালো ব্যাটিং করছেন না। তিনি হাত থেকে বল পড়তে পারছেন না এবং বেশ কয়েকবার খারাপ শট খেলে আউট হচ্ছেন।"
"ব্যাটিংয়ে ৪০ ওভার খেলার ক্ষেত্রেও তাদের সমস্যায় পড়তে হচ্ছে" - আকাশ চোপড়া
চলতি সিরিজে জো রুটের পারফরম্যান্স ইংল্যান্ডকে অবশ্যই হতাশ করেছে। তিনি ৬টি ইনিংস খেলে মাত্র ৭৭ রান করতে সক্ষম হয়েছেন। তিনি এই রান ১২.৮৩ গড়ের সাথে করেছেন।
আকাশ চোপড়া বলেন, "ব্যাটিংয়ে ৪০ ওভার খেলার ক্ষেত্রেও তাদের সমস্যায় পড়তে হচ্ছে। প্রধানত তাদের ব্যাটিং হতাশ করেছে, জ্যাক ক্রলি পুরো সিরিজ জুড়ে ভালো খেলেছেন, বেন ডাকেট একটি ভালো নক খেলেছেন, কিন্তু জো রুট একটিও ভালো নক খেলেননি।"
তিনি আরও বলেন, "তিনি বারবার বলছেন যে তিনি এভাবেই খেলেন, ডিফেন্স করতে গিয়েও তিনি আউট হয়েছেন, তাহলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে গেলে কি পার্থক্য থাকে। তিনি প্রায় ১১৫০০ টেস্ট রান করেছেন, তাই কিভাবে খেলতে হবে সেই ব্যাপারে তিনি বেশি জানেন, কিন্তু যেভাবে তিনি আউট হচ্ছেন তাতে অবশ্যই তাঁর দলের অনেক ক্ষতি হচ্ছে।"
২৩শে ফেব্রুয়ারি, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচটিতে একে অপরের মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। জসপ্রীত বুমরাহকে এই ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে। চতুর্থ টেস্ট ম্যাচটি জিততে পারলে ভারতীয় দল সিরিজটি নিজেদের নামে করবে। অন্যদিকে, ইংল্যান্ড যদি এই ম্যাচটিতে জয় পায় তাহলে তারা সিরিজে সমতা ফেরাতে সক্ষম হবে। শেষমেশ ম্যাচটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।