রোহিত শর্মার বার্তাকে সমর্থন সুনীল গাভাসকরের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরই বিশেষ বার্তা দিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের সেই বার্তাকেই এবার সমর্থন করলেন সুনীল গাভাসকর।

author-image
Manoj Kumar
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma (Source: X)

Rohit Sharma. (Image Source: X)

রোহিত শর্মার বক্তব্যকে সংর্থন করলেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। ইংল্যন্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই বিশেষ বার্তা দিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। যদিও কাকে কিংবা কাদের উদ্দেশ্যে সেই বার্তা ছিল তা স্পষ্ট নয়। তবে ম্যাচ শেষেই ক্রিকেটারদের কাগিদের অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন  ভারতীয় দলের অধিনায়ক। তিনি জানিয়েছিলেন যাদের খেলার তাগিদ কিংবা খিদে নেই, তাদের দেশের জর্সিতে খেলারও কোনও প্রয়োজন নেই। একমাত্র তাদেরই সুযোগ দেওয়া হবে যাদের মধ্যে সেই খেলার তাগিদ রয়েছে।

রোহিত শর্মার এই বক্তব্য নিয়ে এখনও জল্পনা তুঙ্গে। বিশেষ করে ভারতীয় দলের অধনায়ক কদের উদ্দেশ্যে এমন বার্তা দিয়েছেন, তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ। সেই পরিস্থিতিতেই প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুনীল গাভাসকরকে পাশে পেয়ে গলেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের এই বার্তাকে সম্পূর্ণ সহমত জানালেন তিনি। তাঁর মতে যারা সুযোগ পাচ্ছেন দেশের হয়ে খেলার জন্য সেই ভরসা তাদেরও দেখাতে হবে। তাদের নিজেদের প্রমাণ করতে হবে বলেই মনে করছেন ভারতীয় দলের প্রক্তন তারকা ক্রিকেটার।

রোহিত শর্মার নেতৃত্বে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট শেষ হওয়ার পরই রোহিত শর্মা জানিয়েছিলেন, "টেস্ট ক্রিকেট হল সবচেয়ে কটিন একটা ফর্ম্যাট। এই ফর্ম্যাটে নিজের পারফরম্যান্স দেখাতে হলে সেখানে সাফল্যের খিদে দেখাতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেই ক্রিকেটারদেরই সুযোগ দেব যাদের মধ্যে সেই খিদেটা রয়েছে। যাদের মধ্যে সেই খিদেটা নেই, তাদের দেখাই বোঝা যায়"।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে ভারত। সেইসঙ্গে সিরিজও পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই আবহে কেন রোহিত শর্মা এই বার্তা দিলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সম্প্রতি ভারতীয় দলের হয়ে টেস্টে নানান সময়ই নতুন  মুখ দেখা যাচ্ছে। তবে কী সেই তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যেই রোহিতের এমন বার্তা? এই নিয়েই জল্পনাটা এখন তুঙ্গে রয়েছে।

যদিও রোহিত শর্মার এই বক্তব্যকে সমর্থন করছেন সুনীল গাভাসকর। তিনি জানিয়েছেন, "রোহিত শর্মা একেবারেই সঠিক। যারা টেস্ট ক্রিকেট খেলতে চান, তাদের দিকেই দেখা যাক। এটাই আমি বেশ কয়েক বছর ধরে বলে আসছি। ক্রিকেটাররা যা হয়েছেন তা এই ভারতীয় দলের জন্যই। জীবনের যে জায়গায় তারা পৌঁছেছেন এই সবকিছুই ভারতীয় ক্রিকেটের জন্য। অর্থ, নাম যা কিছু তারা পেয়েছেন সবকিছুই ভারতীয় ক্রিকেটের অবদান। সেই কারণেই ভারতীয় ক্রিকেটের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা দেখাতে হবে"।

Sports News