ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট সিরিজে ভারতী. দলের জার্সিতে অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের। তৃতীয় ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন তিনি। সেই থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে সকলরে মুগ্ধ করছেন এই তরুণ ক্রিকেটার। উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও এই তরুণ ক্রিকেটারের দক্ষতার আলোচনা সকলের মুখে। ইতিমধ্যেই ধোনির সঙ্গে তাঁর নাম নিতে শুরু করেছেন অনেকে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে ধ্রুব জুরেল ভাল পারফরম্যান্স করলেও এখনই তাঁকে ধোনির সঙ্গে তুলনা করা ঠিক নয়।
ভারতীয় দলের সর্বকালের সেরা উইকেটকিপারের পাশাপাশি সেরা অধিনায়কের তকমা রয়েছে এমএস ধোনির নামের পাশে। এবার ভারতের হয়ে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছে ধ্রুব জুরেলের। প্রথম ম্যাচেই তাঁর উইকেটকিপিং স্কীল সকলকে চমকে দিয়েছে। সেই থেকেই অনেকে তাঁকে এনএস ধোনি যোগ্য উত্তরসূরী বলতে শুরু করেছেন। শুধু তাই নয় ভারতীয় দলের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পিছনেও এই তরুণ ক্রিকেটারের অবদান ছিল অনস্বীকার্য। তবে এখনই তাঁকে নিয়ে এতটা হৈচৈ প্রয়োজন নেই বলেই মনে করছেন সৌরভ।
চতুর্থ টেস্টে ম্যাচের সেরা হয়েছিলেন ধ্রুব জুরেল
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতীয় দলের ব্যাটাররা যখন ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন। সেই সময় এই তরুণ ক্রিকেটারই হাল ধরেছিলেন। কার্যত ধ্রুব জুরেলের হাত ধরেই প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে ফিরেছিল ভারতীয় দল। তাঁর ৯০ রানের ইনিংসটাই ভারতের ঘুরে দাঁড়ানোর রাস্তাটা তৈরি করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও ৩৯ রানে অপরাজিত ছিলেন ধ্রুব জুরেল। সব মলিয়ে তাঁর পারফরম্যান্স নিয়েই এ মুহূর্তে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।
এই প্রসঙ্গেই রেভ স্পোর্টসে একটি সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "এমএস ধোনি একটা আলাদা জায়গায় রয়েছে। ধ্রুব জুরেলও যে অত্যন্ত প্রতিভাবান তা নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু এই এমএস ধোনি হতে ধোনিরও কিন্তু সময় লেগেছে ২০ টা বছর। তাঁকে এখন খেলতে দাওয়া হোক। ধ্রুব জুরেলের স্পিনের বিরুদ্ধে খেলার পাশাপাশি পেসের জবাবে ব্যাটিং এবং বিশেষ করে চাপের মুহূর্তে খেলার দক্ষতা আমার পছন্দ রয়েছে। একজন তরুণ ক্রিকেটারের মধ্যে এগুলোই দেখতে চায় সকলে। তাঁর সেই টেম্পারামেন্ট রয়েছে"।
চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন ধিরুব জুরেল। তাঁর এমন পারফরম্যান্স যে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ধরমশালাতেও ধ্রুব জুরেল সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।