রবিচন্দ্রন অশ্বিনের শততম টেস্টের আগে প্রশংসায় ভরালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই কেরিয়ারের ৫০০টি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ধরমশালায় দেশের জার্সিতে এবার ১০০ তম টেস্টে নামবেন অশ্বিন।

author-image
Manoj Kumar
New Update
Ravichandran Ashwin

Ravichandran Ashwin. (Image Source:X )

রাঁচিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। আগামী ৭ মার্চ ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই রবিচন্দ্রন অশ্বিনের সামনে রয়ছে নতুন মাইলস্টোনের হাতছানি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে নামলেই দেশের জার্সিতে ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়বেন রবিচন্দ্রন অশ্বিন। সেই মুহূর্তেরই অপেক্ষাতে রয়েছেন ভারতীয় দলের প্রপাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচে নামার আগে রবিচন্দ্রন অশ্বিনকে প্রশংসায় ভরিয়েও দিলেন তিনি। কেরিয়ারের শততম টেস্টে অশ্বিন সাফল্য পান কিনা সেটা তো সময়ই বলবে।

ভারতীয় দলের হয়ে খুব ক্রিকেটারেরই ১০০টি টেস্ট খেলার রেকর্ড রয়েছে। সেখানেই অশ্বিন এই মুহূর্তে ৯৯টি টেস্টের মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। আগামী ৭ মার্চই ক্রিকেট কেরিয়ারের অন্যতম মাইলস্টোন তৈরি করতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তার আগেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের থেকে যে একটা ভাল পারফরম্যান্স দেখার প্রত্যাশায় রয়েছেন তিনি, তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

ইংল্যান্ডের বিরুদ্ধেই কেরিয়ারের ৫০০টি টেস্ট উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজেই ভাল পারফরম্যান্স দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সিরিজেই টেস্ট কেরিয়ারের ৫০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শুধুমাত্র তাই নয় আন্তর্জাতিক টেস্টের মঞ্চে দ্রুততম ৫০, ১০০, ২৫০ থেকে ৪৫০ প্রতিটি উইকেট নেওয়ারই রেকর্ড রয়েছে এই তারকা ক্রিকেটার। এই মুহূ্র্তে তিনিই যে ভারতীয় দলের সেরা স্পিনার তা বলতেও কোনও দ্বিধা নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তে স্পিনার হিসাবে সর্বোচ্চ উইকেটের তালিকায় তাঁর সামনে রয়েছেন অনিল কুম্বলে, শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলীথরণ। শততম টেস্টেও ধরমশালায় অশ্বিনের সেরা পারফরম্যন্স দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

রবিচন্দ্রন অশ্বিন প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি সবসময়ই সেরা এবং অন্যতম সেরা একজন স্পিনার। ৫০০টি টেস্ট উইকেট পাওয়া কখনোই মুখের কথা নয়। সেইসঙ্গে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা অল রাউন্ডার। এই পরিস্থিতিতে সেভাবেই ব্যাটিং এবং বোলিং করছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে এখনও পর্যন্ত ১৭টি উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গে তাঁর ঝুলিতে অর্ধশতরানও রয়েছে। ধরমশালায় অবশ্য বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে।

Sports News