ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সময় যত এগোচ্ছে ততই যেন চোট নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে। আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরদ্ধে রাজকোটে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। তার আগে হঠাত্ই শ্রেয়স আইয়ারকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে। পিঠে চোট সমস্যা রয়েছে শ্রেয়স আইয়ারের। একইসঙ্গে রয়েছে পুরনো চোটের জায়গায় যন্ত্রনাও শুরু হয়েছে এই তারকা ক্রিকেটারের। আর তাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। শ্রেয়স আইয়ার খেলতে না পারলে যে ভারতীয় দল ব্যাটিং লাইনআপ সাজানো নিয়ে বেশ চিন্তায় পড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
প্রথম টেস্টে হারলেও, বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের বোলাররা। তৃতীয় টেস্ট শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। কিন্তু সেই ম্যাচের প্রথম একাদশ বাছা নিয়েই বেশ চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টেই নাকি অনিশ্চিত শ্রেয়স আইয়ার।
প্রথম দুই টেস্টে খেললেও বড় রানের ইনিংস খেলতে পারেননি শ্রেয়স আইয়ার
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর সময় থেকেই চোট সমস্যায় ভুগছে ভারতীয় শিবির। প্রথম টেস্টের পরই ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার চোটের জন্য ছিটকে গিয়েছেন। রবীন্দ্র জাদেজা এবং লোকেশ রাহুল এই মুহূর্তে দলের বাইরে রয়েছেন। বিশাখাপত্তনমে নামতে পারেননি তারা। যদিও শোনাযাচ্ছে যে তৃতীয় টেস্টেই নাকি ফিরতে পারেন তারা। তবে এখনও পর্যন্ত সরকারীভাবে কোনও ঘোষণা হয়নি। এছাড়া চোটের জন্যই এই সিরিজে নেই ভারতের অন্যতম তারকা পেসার মহম্মদ সামি। এবার সেই তালিকাতেই নাম উঠল শ্রেয়স আইয়ারের।
প্রথম দুই ম্যাচেই ভারতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। যদিও দুই ম্যাচেই খুব একটা বড় রান করতে পারেননি এই তারকা ক্রিকেটার । তবে মিডল অর্ডারে যে তিনি ভারতের অন্যতম ভরসা তাও বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচেও যদি বিরাট কোহলি না খেলেন, তবে শ্রেয়স আইয়ারই যে ভারতীয় দলের মিডল অর্ডারে প্রধান ভরসা হতে চলেছিলেন তা বেশ স্পষ্ট। কিন্তু সেই জায়গা নিয়েই এবার চিন্তায় পড়েছে ভারতীয় দল। পিঠের সমস্যার জেরে হঠাত্ই শ্রেয়স আইয়ার অনিশ্চিত। শোনাযাচ্ছে শুধুমাত্র এই ম্যাচের জন্য নয়, সিরিজের বাকি ম্যাচ গুলোতেও নাকি অনিশ্চিত তিনি।
গত বৃহস্পতিবার দল ঘোষণা করার কথা থাকলেও এখনও পর্যন্ত নির্বাচকরা শেষ তিনটি টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেননি। ইতিমধ্যেই লোকেশ রাহুল ও জাদেজার ফিটনেস রিপোর্ট হাতে এসেছে নির্বাচকদের। শেষপর্যন্ত তী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।