বহু প্রতীক্ষার অবসান, অবশেষে অভিষেক সরফরাজের

আজ সকালেই দেশের হয়ে ভারতের মাটিতে অভিষেক হলো ২৬ বছর বয়সী ক্রিকেটার সরফরাজ খানের। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় টেস্টের প্রাক্কালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন কোচ ও কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন।

author-image
Manoj Kumar
New Update
Sarfaraz Khan (Source: X)

Sarfaraz Khan (Source: X)

আজ সকালেই দেশের হয়ে ভারতের মাটিতে অভিষেক হলো ২৬ বছর বয়সী ক্রিকেটার সরফরাজ খানের। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় টেস্টের প্রাক্কালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন কোচ ও কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন। বহু কঠিন পরিশ্রম ও সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা ছিনিয়ে নিলেন এই ক্রিকেটার। এদিন অনুষ্ঠানে প্রথম থেকেই উপস্থিত ছিলেন তাঁর বাবা ও মা। আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি কেউই। পিতা নওশাদ খান অশ্রুস্নাত চোখে ছেলেকে আশীর্বাদ করেন। পিঠে বিশেষ বার্তা পরিহিত জামায় নজর কেড়েছেন পিতা নওশাদ।

চোট পেয়ে কে এল রাহুল ম্যাচের আগে দল থেকে বাদ পড়েছিলেন। পাশাপাশি এই ম্যাচে বসানো হয়েছে উইকেটরক্ষক কে এস ভরতকেও। সেই জায়গাতেই দলে অন্তর্ভুক্তি ঘটে তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেলের। পাশাপাশি প্রথমবার লাল বলের ক্রিকেটে জায়গা করে নিলেন মহারাষ্ট্রের ক্রিকেটার সরফরাজ খান। যখন দলের তরফে তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেওয়া হচ্ছিলো গোটা স্টেডিয়াম জুড়েই শোনা যায় করধ্বনি। আবেগ সামলে রাখতে পারেননি পিতা। সরফরাজের অভিষেক হয়ে গেলে তিনি দৌড়ে ফিরে আসেন পিতার কাছে। তাঁর পিতার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে অশ্রু। গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু দুহাতে মুছে পিতা নওশাদ ছেলের হাত থেকে টুপিটি নিয়ে ব্যাজটিকে চুম্বন করেন। পরবর্তীতে সরফরাজও পিতাকে ডেকে নেন কাছে। আদর করে চোখের জল মুছিয়ে দেন। পিতার জামাতে স্পষ্ট বার্তাও দেওয়া ছিল সাধারণের উদ্দেশ্যে। যেখানে বলা হয় ক্রিকেট শুধুমাত্র ভদ্রলোকের খেলা নয়, এই খেলা সব মানুষের।

তিনটি অসামান্য রঞ্জি মরসুম কাটিয়েছেন সরফরাজ। তিনি শত রান করেন ও ডন ব্যাটম্যানের প্রথম শ্রেণীর গড়কে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। এর পরবর্তী সময় ইংল্যান্ড সফরকারী ভারত এ দলের হয়ে ইংল্যান্ডের লায়ন্স দলের বিরুদ্ধে ১৫০+ রান করেছিলেন। যদিও এত কিছুর পরেও ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে জায়গা হচ্ছিলো না তাঁর। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে ভারতের দলে তাকে রাখা হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও জায়গা হয়নি তার। তার পরিবর্তে রজত পাতিদারের ব্যাটে ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের পর যখন কে এল রাহুল চোট পায় তখনই এই ২৬ বছর বয়সী ক্রিকেটার পরিবর্তন হিসেবে দলে যোগদান করে। তাঁকে নিয়ে আশায় বুক বাঁধছেন বহু ভারতীয়। দেখা যাক তাঁদের প্রত্যাশা সরফরাজ পূরণ করতে পারেন কিনা।

 

Sports News