অভিষেকেই দুরন্ত অর্ধশতরান, শুরুটা ভালভাবেই করলেন সরফরাজ খান

দেশের জার্সিতে অভিষেক টেস্টেই ৬৬ রানের ইনিংস খেলেছেন সরফরাজ খান। রাজকোটে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ বলে কেরিয়ারের প্রথম অর্ধশতরান করেছেন সরফরাজ।

author-image
Manoj Kumar
New Update
Sarfaraz Khan

Sarfaraz Khan. (Inage Source: X )

দীর্ঘ অপেক্ষার পর রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই অভিষেক হয়েছে সরফরাজ খানের। অনিল কুম্বলের হত থেকে টেস্ট ক্যাপ পেয়ে মাঠেই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করলেও দেশের জার্সিতে তাঁর পারফরম্যান্স দেখার জন্যই মুখিয়ে ছিলেন সকলে। দেশের জার্সিতে কেরিয়ারের শুরুটা খুব একটা খারাপ করলেন না এই তরুণ ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেই  অভিষেক টেস্টে যাত্রা শুরু করলেন তিনি। আর সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত গোটা ক্রিকেট বিশ্ব।

২০২০ সাল থেকেই ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে আসছেন সরফরাজ খান। কেরিয়ারের অভিষেক টেস্টেও সেই একই ধারা বজায় রাখলেন তিনি। কেরিয়ারের প্রথম টেস্টেই খেললেন ৬২ রানের ইনিংস। সেটাও খুব একটা ধীর গতিতে নয়। বেশ আক্রমণাত্মক মেজাজেই এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে খেললেন তিনি। আফসোস শুধু একটাই, রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় এই তরুণ ক্রিকেটারকে। তিনি যদি রান আউট না হতেন, তবে এই ম্যাচে সরফরাজের থেকে যে আরও বড় রানের ইনিংস দেখা যেত তা বলার অপেক্ষা রাখে না।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ বলে অর্ধশতরান পেয়েছিলেন সরফরাজ খান

এদিন রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়েছিলেন মার্ক উড।  ভারতীয় দলের অধিনায়ক সাজঘরে ফেরার রই মাঠে এসেছিলেন সরফরাজ খান। তাঁকে বাউন্সার দিয়ে স্বাগত জানিয়েছিলেন ইংল্যান্ডের তারকা পেসার। কিন্তু সরফরাজ খানকে  আটকাতে পারেননি। দেশের জার্সিতে কেরিয়ারের প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছেন তিনি। তাও আবার মাত্র ৪৮ বলে কেরিয়ারের প্রথম অর্ধশতরান পেয়েছেন সরফরাজ খান। রেহান আহমেদের বিরুদ্ধেই আন্তর্জািক মঞ্চে প্রথম বাউন্ডারি পান তিনি।

সরফরাজ খানেক বিধ্বংসী ইনিংস এদিন থেমে ছিল না।  জো রুটের বিরুদ্ধে দুর্ধর্ষ একটি বাউন্ডারি সকলের মন কেড়ে নিয়েছেন। সময়  যত এগিয়েছিল সরফরাজ খান তই আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন এদিন। হার্টলের বিরুদ্ধেই এদিন প্রথম ওভার বাউন্ডারিটা হাঁকিয়েছিলেন সরফরাজ খান। একের পর রানের গন্ডী টপকেছিলেন বাউন্ডারি দিয়ে।

শেষপর্যন্ত ৬২ রানেই থেমেছিলেন সরফরাদ খান। ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। এদিন তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও একটি ওভার বাউন্ডারি দিয়ে।

Sports News