নেতৃত্বের বাড়তি চাপ রোহিত শর্মার ব্যাটিংয়ে পড়ছে, মত সঞ্জয় মঞ্জরেকরের

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দুটো ম্যাচেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত ৪ ইনিংসে মাত্র ৯০ রান করেছেন ভারতীয় দলের অধিনায়ক।

author-image
Manoj Kumar
New Update
Rohit Sharma (Source: X)

Rohit Sharma. ( Image Source: X)

আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে  তৃতীয় টেস্টে নামছে ভারত। এই মুহূর্তে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ফলাফল ১-১। প্রথম টেস্টে হারলেও, দ্বিতীয় ম্যাচে যশস্বী জয়সওয়াল, শুভমন গিলদের হাত ধরে ঘুরে দাঁড়াতে পেরেছে ভারতীয় দল। তৃতীয় টেস্টেও সেই ধারা বজায় রাখতে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগে রোহিত শর্মার ফর্ম নিয়েই খানিকটা চিন্তায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। পরপর দুটো টেস্টেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। সঞ্জয় মঞ্জরেকরের মতে নেতৃত্বের চাপই রোহিতের রান না পাওয়া পিছনে অনেযতম প্রধান কারণ।

দুই ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত চারটি ইনিংসে ব্যাটিং করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কোনও ইনিংসেই অর্ধশতরানের মুখ দেখেননি তিনি। তাঁর পারফরম্যান্স গ্রাফ নিয়েই নানান আলোচনা চলছে। মন পরিস্থিতিতেই রোহিত শর্মার খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে রোহিত শর্মা অধিনায়ক হিসাবে ম্যাচে নিজের প্রভাব ফেলতে চাইছেন। ঈর সেই কারণেই নাকি ব্যাটিংয়ে নিজের সেরা পারফরম্যান্সটা দেখাতে পারছেন না ভারতীয় দলের তারকা অধিনায়ক।

দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে রোহিত শর্মা করেছেন মাত্র ২৭ রান

এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ইনিংস খেলে মাত্র ৯০ রানই করতে পেরেছেন ভারতীয় দলের অধিনায়ক। রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। যদিও হাতে এখনও তিনটি ম্যাচ রয়েছে। সেখানে যে রোহিত শর্মা ঘুরে দাঁড়াতেই পারেন তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে রোহিত ভক্তরা সেই  পারফরম্যান্সের দিকেই তাকিয়ে রয়েছেন। আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের মঞ্চে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

সেখানেই রোহিত শর্মার পারফরম্যান্স প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, "আমি একটা জিনিসই ভেবে অবাক হচ্ছি যে রোহিত শর্মা অধিনায়ক হিসাবে প্রভাব ফেলতে গিয়েই সমস্যায় পড়ছেন। একজন অধিনায়ক হিসাবে তাঁর প্রধান কর্তব্য হল যে তাঁর দায়িত্বের বাড়তি চাপ যেন একেবারেই ব্যাটিংয়ের ওপর না পড়ে। যদিও সেটা বলছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ আলাদা ধরণের অধিনায়ক হওয়ার জন্য সেদিকেই বাড়তি নিয়োগ করছেন তিনি"।

বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেমেছিল ভারতীয় দল। সেখানে দুই ইনিংস মিলিয়ে রোহিত শর্মা করতে পেরেছিলেন মাত্র ২৭ রান। প্রথম ইনিংসে ১৪ রানে সাজঘরে ফিরেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও তাঁকে ১৩ রানেই থামতে হয়েছিল। এই পরিস্থিতি কাটিয়ে রোহিত শর্মা ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটাই দেখার।

Sports News