রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খানের প্রদর্শিত পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। যশস্বী জয়সওয়াল এই সিরিজে পরপর দুটি ম্যাচে দুটি দ্বিশতরান করেছেন। অন্যদিকে, সরফরাজ খান নিজের অভিষেক টেস্টের উভয় ইনিংসেই অর্ধশতরানের গন্ডি পার করতে সক্ষম হয়েছেন।
তৃতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্সের প্রদর্শন করেছেন দুই প্রতিভাবান ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খান। তাঁরা দুজনে মিলে ১৭২ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন এবং ভারতকে বড় রানে পৌঁছে দেন। তাঁদের পার্টনারশিপের হাত ধরে ভারত ৪ উইকেটে ৪৩০ রান করতে সক্ষম হয়। শেষমেশ ইংল্যান্ডের সামনে ৫৫৭ রানের লক্ষ্য রাখে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
সচিন তেন্ডুলকর তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "ডাবল সেঞ্চুরি। ডাবল ফিফটি। যশস্বী ও সরফরাজের এই জুটি ইংল্যান্ডকে দ্বিগুণ সমস্যায় ফেলে দিয়েছে। আমি তাদের খেলা লাইভ দেখতে পারিনি, কিন্তু তাদের নক সম্পর্কে শুনে খুব খুশি হয়েছি। এভাবেই চালিয়ে যাও।"
এই ম্যাচের প্ৰথম ইনিংসে যশস্বী জয়সওয়াল খুব বেশি রান করতে পারেননি। তিনি ১০ বলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলারদের নিয়ে তিনি ছেলেখেলা করেন। তিনি ২৩৬ বলে ২১৪ রানে অপরাজিত থাকা অবস্থায় মাঠ ছাড়েন। অন্যদিকে, সরফরাজ খান প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ৬৬ বলে ৬২ রান এবং ৭২ বলে অপরাজিত ৬৮ রান করেন।
তৃতীয় টেস্ট ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার জেতেন রবীন্দ্র জাদেজা
রাজকোট টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের প্রদর্শন করেছেন রবীন্দ্র জাদেজা। প্ৰথম ইনিংসে ব্যাট হাতে তিনি একটি দুরন্ত শতরান করেছিলেন। তিনি ২২৫ বলে ১১২ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ২টি ছয় মারতে সক্ষম হয়েছিলেন। এরপর, বল হাতে ১০ ওভারে ৫১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা ব্যাট করার সুযোগ পাননি। তবে বল হাতে তিনি ইংল্যান্ডকে ধরাশায়ী করেন। তিনি ১২.৪ ওভারে মাত্র ৪১ রান দেন এবং তার বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন। এই ইনিংসে তিনি অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন ফোকস এবং মার্ক উডকে আউট করেন।