ছুটি শেষ, এবার মাঠে ফেরার পালা। আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারত। তার আগেই নতুন হেয়ার স্টাইলে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের বরুদ্ধে নতুন লুকেই এবার মাঠে নামতে চলেছেন তিনি। নতুন লুকের সঙ্গে রোহিত শর্মার ভাগ্যও ফেরে কিনা তা তো সময়ই বলবে। তবে রোহিত শর্মার এই নতুন লুকস যে নেটিজেনদের বেশ মন কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। রবিবারই মুম্বই থেকে রাজকোটের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় দলের অধিনায়ক।
এই মুহূর্তে সিরিজের ফলাফল ১-১। প্রথম টেস্টে ভারতীয় দল জিততে না পারলেও, দ্বিতীয় টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানে জয় তুলে নিয়েছিল ভারত। যদিও দুটো ম্যাচের একটিও রোহিত শর্মাকে বড় রান পেতে দেখা যায়নি। আর সেটা যে ভারতীয় দলের অন্দরে খানিকটা হলেও চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা দুই ইনিংসের একটিতেও ২০ রানের গন্ডী টপকাতে পারেননি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টেই বড় রান করতে পারেননি রোহিত শর্মা
টেস্ট ক্রিকেটের মঞ্চে রোহিত শর্মার পারফরম্যান্স নিয়েও সমালোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও হাতে এখনও তিনটি টেস্ট রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ জয়ের ক্ষেত্রে রোহিত শর্মার বড় রান পাওয়াটা যে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য। আগামী ১৫ ফেব্রুয়ারী রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেও ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না বিরাট কোহলিকে। এবার চোটের জন্য ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ারও। এমন পরিস্থিতিতে যে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ওপর দায়িত্ব অনেকটাই বেশী তা বেশ স্পষ্ট।
Rohit Sharma on his way to Rajkot🔥
— Dhwani (@Dhwani_1997) February 11, 2024
.
.
.
He reacts to the scorecard of U19 world cup😢💔
That yess from him 💘#RohitSharma𓃵pic.twitter.com/5lLs36sd9T
দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর লম্বা ছুটি ছিল ভারতীয় দলের ক্রিকেটারদের। সেই সময়টা পরিবারের সঙ্গেই কাটিয়েছেন রোহিত শর্মা। আগামী ১৫ ফেব্রুয়ারী ম্যাচ। রবিবারই রাজকোটের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। রাজকোটের বাইশগজে যে তিনিও বড় রান পেতে মরিয়া হয়ে থাকবেন তা কার্যত স্পষ্ট। সেই ম্যাচে নামার আগে বেশ খোশ মেজাজেই দেখা যাচ্ছে রোহিত শর্মাকে। নতুন হেয়ার স্টাইলেই এবার সকলের সামনে এসেছেন তিনি।
অন্যদিকে ইংল্যান্ডের ক্রিকেটাররা দুবাইয়ে ছুটি কাটাচ্ছিলেন। রবিবারই ভারতে ফিরছেন তারা। রাজকোটের টেস্টে শেষ রোহিত শর্মা নাকি বেন স্টোকসের মুখে ফোটে সেটাই এখন দেখার।