ধোনি পরবর্তী অধিনায়ক রোহিত শর্মাকে সেরা মানছেন সুরেশ রায়না

শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসায় প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। তৃতীয় টেস্টেই সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা।

author-image
Manoj Kumar
New Update
Rohit Sharma

Rohit Sharma. (Image Source:X )

ইংল্যান্ডের শুরুটা হার দিয়েও করলেও শেষপর্যন্ত বাজিমাত করেছে ভারতীয় দলই। রোহিত শর্মার নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জিতে নিয়েছে ভারতীয় দল। সেই ম্যাচের পর থেকেই রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে প্রশংসা শোনা যাচ্ছে সকলের মুখে। সেই তালিকাতেই এবার নাম তুললেন ভারতীয় দলের আরেক প্রাক্তন ক্রিকটার সুরেশ রায়না।  নেতৃত্বের নীরিখে এমএস ধোনির পরই রোহিত শর্মাকে বসাচ্ছেন তিনি। তাঁর মতে ধোনির পর ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক রোহিত শর্মা।

প্রথম দুই টেস্টে রোহিত শর্মার ব্যাটে বড় রান ছি না। কিন্তু দ্বিতীয় টেস্ট থেকেই তাঁর নেতৃত্বে ভর করে ভারতীয় দল জয়ের রাস্তায় হাঁটা শুরু করেছিল। তৃতীয় টেস্টেই রোহিত শর্মা রানের খরা কাটিয়ে সেঞ্চুরী পেয়েছিলেন। চতুর্থ টেস্টেও দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার ব্যাটে এসেছিল অর্ধশতরান। সেইসঙ্গে এই সিরিজও এখন পকেটে পুড়েছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই উচ্ছ্বসিত সকলে। বিশেষ করে রোহিত শর্মার নেতৃ্ত্বের প্রশংসাই সকলের মুখে। এবার সুরেশ রায়নাও রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

চলতি সিরিজের তৃতীয় টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন রোহিত শর্মা

প্রাক্তন এই ভারতীয় তারকার মতে নেতৃত্বের দক্ষতার নীরিখে এমএস ধোনির পরই রয়েছেন রোহিত শর্মা। অন্তত ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এই টেস্ট সিরিজ জয়ের পর এমনটাই মনে হচ্ছে ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটারের। এখনও অবশ্য একটি টেস্ট বাকি রয়েছে। সেখানে রোহিত শর্মার ব্যাট থেকে আরও বড় রানের ঝলক দেখা যায় কিনা সেটা তো সময়ই বলবে।

এই প্রসঙ্গে সুরেশ রায়না জানিয়েছেন, "এমএস ধোনির পরই রয়েছেন তিনি। রোহিত শর্মা সত্যিই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। যেভাবে এমএস ধোনি করতেন, তেমনভাবেই তরুণ ক্রিকেটারদের বহু সুযোদ দিচ্ছেন রোহিত শর্মা। আমি ধোনির নেতৃত্বে বহু ম্যাচ খেলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও তাঁর দলকে সবসময় সমর্থন করতেন। সেই সময় ধোনি একেবারে সামনে থেকে নেতৃ্ত্ব দিয়েছিলেন। রোহিত শর্মাও সেই একই পথে যাচ্ছেন, তিনি সত্যিউ একজন ভাল অধিনায়ক"।

ইংল্যান্ডে বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছিল ভারত। দ্বিতীয় টেস্ট থেকেই ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে আর কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ব্রিটিশ বাহিনী।  চতুর্থ টেস্ট জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলেছে ভারতীয় দল। আক্ষেপ  হয়ত শুধু একটাই, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারল না তারা।

Sports News