সরফরাজ খানের প্রশংসা করলেন রবিন উথাপ্পা

১৫ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন প্রতিভাবান ব্যাটার সরফরাজ খান। নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতরান করে ফেলেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।

author-image
Manoj Kumar
New Update
Sarfaraz Khan

Sarfaraz Khan. (Photo Source: X)

১৫ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন প্রতিভাবান ব্যাটার সরফরাজ খান। নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতরান করে ফেলেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।

অধিনায়ক রোহিত শর্মা প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন সরফরাজ খান। এই প্রতিভাবান ডান হাতি ব্যাটার মাত্র ৪৮ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেন। জেমস অ্যান্ডারসন এবং মার্ক উডের মতো অভিজ্ঞ বোলারদের সামনে তাকে এক মুহূর্তের জন্যেও বিচলিত দেখায়নি। তাঁকে খুব আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করতে দেখা যায়।

সরফরাজ খান বেশ ভালো ব্যাটিং করছিলেন। তবে অর্ধশতরান সম্পূর্ণ করার পর তিনি আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তিনি ৬৬ বলে ৬২ রান করে রান আউট হয়ে যান। শতরান করতে না পারলেও তাঁর এই সুন্দর ইনিংসটি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা সরফরাজের এই ইনিংসের প্রশংসা করেছেন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটে সরফরাজের শুরুটা বেশ ভালোভাবেই হয়েছে।

রবিন উথাপ্পা তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "বাহ! সরফরাজ তাঁর অভিষেকে খুব দ্রুতগতিতে ৫০ রানে পৌঁছেছেন! আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শুরুটা দারুণভাবে হয়েছে।"

"ঘরোয়া ক্রিকেটে পরিশ্রম করতে থাকুন, এবং ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ আপনার কাছে আসবে" - ইরফান পাঠান

শেষ তিন বছর ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন সরফরাজ খান। এই তিনটি মরসুমের মধ্যে দুটিতে ৯০০-এরও বেশি রান করতে সক্ষম হয়েছিলেন সরফরাজ। এর আগে তাঁকে দলে না নেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। তবে শেষমেশ তাঁর অপেক্ষার অবসান হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে খেলার সুযোগ পেয়েছেন মুম্বাইয়ের এই ব্যাটার। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানও সরফরাজের প্রশংসা করেছেন।

ইরফান পাঠান তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, "ঘরোয়া ক্রিকেটে পরিশ্রম করতে থাকুন, এবং ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ আপনার কাছে আসবে। আজ সরফরাজ খানের অসাধারণ পারফরম্যান্স তারই প্রমাণ। এই অর্ধশতরানটি তাঁর প্রাপ্য ছিল!"

উল্লেখযোগ্যভাবে, প্ৰথম দিনের শেষে খুব ভালো অবস্থানে রয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল স্কোরবোর্ডে ৮৬ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান তুলতে সক্ষম হয়েছে। সেট ব্যাটার রবীন্দ্র জাদেজা এখনও ক্রিজে টিকে রয়েছেন। শেষ ৫ উইকেটে ভারত স্কোরবোর্ডে কত রান যোগ করে সেটাই এখন দেখার বিষয়।

Sports News