তৃতীয় টেস্টেই মাঠে ফেরার ইঙ্গিত রবীন্দ্র জাদেজার

প্রথম টেস্টের পরই চোট পেয়ে বিশাখাপত্তনমের টেস্টের মঞ্চে নামতে পারেননি রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে ব্যাটিং এবং বোলিংয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।

author-image
Manoj Kumar
New Update
Ravindra Jadeja

Ravindra Jadeja. (Image Source: X )

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে দুঃসংবাদের পাশাপাশি সু সংবাদও রয়েছে ভারতীয় শিবিরে। চোট সারিয়ে ফিরলেও চৃতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হল কেএল রাহুলকে। সেইসঙ্গে ভাল খরবটা হল রবীন্দ্র জাদেজাকে নিয়ে। সবকিছু ঠিকঠাক চললে এই টেস্ট দিয়েই ফের মাঠে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। সোমবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সেইসঙ্গেই ভারতীয় দলে প্রত্যাবর্তনের ইঙ্গিতও দিলেন এই তারকা অল রাউন্ডার। রবীন্দ্র জাদেজার প্রথম একাদশে ফেরা যে ভারতীয় দলকে অনেকটাই স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল হেরে গেলেও সেখানে কিন্তু ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে যেমন উইকেট ছিল। তেমনই রানও এসেছিল রবীন্দ্র জাদেজার ব্যাটে। যদিও সেই ম্যাচেই চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর তাতেই কার্যত বিশাখাপত্তনমের ম্যাচে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। তবে রিহ্যাব সেশন চালিয়ে এখন সুস্থ ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। সোমবারই সোশ্যাল মিডিয়া দিয়েছেন তাঁর প্রস্তুতির একটি ছবি। আর সেটাই যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে আশার সঞ্চার করছে তা বলার অপেক্ষা রাখে না।

চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা

সরকারীভাবে ঘোষণা না করা হলেও শোনাযাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম নাকি রবীন্দ্র জাদেজাকে মাঠে নামার জন্য গ্রীণ সিগনালই দিয়েছেন। কয়েকদিন আগেই তৃতীয় টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করে হয়েছিল। সেখানে কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হলেও, তাদের প্রথম একাদশে আসাটা যে ফিটনেসের ওপর নির্ভরশীল তা জানিয়ে দেওয়া হয়েছিল মেডিক্যাল কমিটের তরফ থেকে।

শেষপর্যন্ত শোনাযাচ্ছে সেই সবুজ সংকেত নাকি পেয়ে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। রাজকোটে ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই রবীন্দ্র জাদেজার উপস্থিতি ভারতীয় দলে বাড়তি অক্সিজেন যোগাতে চলেছে। প্রথম টেস্টে বল এবং ব্যাট হাতে বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এছাড়া রাজকোটের পিচও বেশ স্পিন সহায়কই হয়ে থাকে। সেখানে অশ্বিনের সঙ্গে জাদেজা যে ইংল্যান্ড শিবিরের সামনে আতঙ্ক হয়ে উঠতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

এই মুহূর্তে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ফলাফল ১-১ রয়েছে। রাজকোটে ভারতীয় দল সিরিজের ব্যবধান বাড়তে পারে কিনা সেটাই এখন দেখার।

Sports News