রবীন্দ্র জাদেজাকে সেরা অল রাউন্ডার বলছেন নিক নাইট

চোট সারিয়ে রাজকোটেই ফিরেছেন তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলে ফিরেই অর্ধশতরান পেলেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। বড় রানের পথে তিনি।

author-image
Manoj Kumar
New Update
Ravindra Jadeja

Ravindra Jadeja. (Image Source: X)

রাজকোটে দীর্ঘদিন পর যখন রোহিত শর্মা সেঞ্চুরী করলেন, একইসঙ্গে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। চলতি টেস্ট সিরিজে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন তিনি। ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই দুর্ধর্ষ ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। রাজকোটেও ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে রোহিত শর্মাকে সঙ্গ দিচ্ছেন তিনি। তাঁর এমন পারফরম্যান্স দেখেই প্রশংসায় ভরালেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার নিক নাইট। তাঁর বিশ্ব একাদশে প্রথম ক্রিকেটার হিসাবে আগে থেকেই রবীন্দ্র জাদেজার জায়গাটা পাকা করে ফেললেন তিনি।

রাজকোটে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছে ভারতীয় দল। সেখানেই অবশ্য টপ অর্ডার বেশীক্ষণ থাকতে পারেনি। মাত্র ৩৩ রানের মধ্যে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল এবং রজত পাতিদাররা সাজঘরে ফিরে গিয়েছিলেন। রোহিত শর্মা ক্রিজে থাকলেও তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না। সেই সময়ই মাঠে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। ৩৩ রানে ৩ উইকেট- এই জায়গা থেকেই অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গ দেওয়া শুরু করেছিলেন তিনি। ধীরে ধীরে এই দুই তারকা ক্রিকেটারের হাত ধরেই ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। রাজকোটে তাদের প্রতিরোধের সামনে দাঁড়াতে পারিনি ইংল্যান্ড। রোহিত শর্মার পাশাপাশি এই ম্যাচেও অর্ধশতরান পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

চোট সারিয়ে রাজকোট টেস্টেই ফিরেছেন রবীন্দ্র জাদেজা

প্রথম টেস্ট থেকেই এই সিরিজে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে চলেছেন রবীন্দ্র জাদেজা। শুধুমাত্র ব্যাট হাতে নয়, বল হাতেও রবীন্দ্র জাদেজা ছিলেন বিধ্বংসী ফর্মে। প্রথম টেস্টে যেমন অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। তেমনই তাঁর ঝুলিতে এসেছিল বহু উইকেটও। যদিও দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। রাজকোটের টেস্ট দিয়েই ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে এই তারকা ক্রিকেটারের। ম্যাচে নেমেই কেরিয়ারের ২১ তম অর্ধশতরান করেছেন তিনি সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে রবীন্দ্র জাদেজার এই পারফরম্যান্স কিন্তু নিক নাইটকে মুগ্ধ করেছে।

ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার নিক নাইট জানিয়েছেন, "আমি বলতেই পারি যে আমার বিশ্ব একাদশের প্রথম বাছাই হলেন জাদেজা। একটি দলকে যে ভারসাম্য তিনি দেন, সেটাই সমস্ত কিছু দেওয়া। এছাড়াও তাঁর অন্যান্য দক্ষতা রয়েছে। বিশেষ করে টেস্টের মঞ্চেও তাঁর অসাধারণ ফিল্ডিং। তিনি দুর্দান্ত ক্যাচ নিতে পারেন। তিনিই হলেন একজন প্রকৃত অল রাউন্ডার ক্রিকেটার। আমার মনে হয় না এই মুহূর্তে বিশ্বে তাঁর থেকে ভাল অল রাউন্ডার কেউ আছেন"।

Sports News