আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর সম্পূর্ণ রবীন্দ্র জাদেজার, মাঠে ফেরার বার্তা জাড্ডুর

প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এছাড়া সেই ম্যাচেরই প্রথম ইনিংসে জাদেজার ব্যাটে এসেছিল ৮৭ রানের দুরন্ত ইনিংস।

author-image
Manoj Kumar
New Update
Ravindra Jadeja

Ravindra Jadeja. ( Image Source: X )

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেললেও, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু তার মাঝেই ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফেরার ইঙ্গিত দিলেন রবীন্দ্র জাদেজা।  বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর সম্পূর্ণ করলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দিয়েছেন তিনি। সেটাই যেন রবীন্দ্র জাদেজার ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে। এখন শুধুই দেখার অপেক্ষা।

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল হেরে গেলেও সেখানে কিন্তু ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছিলেন রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে যেমন উইকেট ছিল। তেমনই রানও এসেছিল রবীন্দ্র জাদেজার ব্যাটে। যদিও সেই ম্যাচেই চতুর্থ দিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর তাতেই কার্যত বিশাখাপত্তনমের ম্যাচে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। আপাতত রিহ্যাব সেশন চালাচ্ছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। সেখান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ১৫ বছর সম্পূর্ণ করার একটা ভিডিও দিয়েছেন তিনি। আর সেটাই যেন তাঁর মাঠে ফেরার ইঙ্গিতও।

প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রানও করেছিলেন রবীন্দ্র জাদেজা

২০০৯ সালের ৮ ফেব্রুয়ারী কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাদেজার। সিরিজের শেষ ম্যাচেই ভারতীয় দলের হয়ে নামার সুযোগ পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। যদিও আন্তর্জাকিক কেরিয়ারের শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেননি তিনি। মাত্র ৬ ওভারেই ৪০ রান দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই ৮ ফেব্রুয়ারীই এবার কেরিয়ারের ১৫ বছর সম্পূর্ণ করলেন তিনি।

তবে সেই ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা। যদিও সেই ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। কেরিয়ারের ১২ তম ওডিআই ম্যাচেই কেরিয়ারের প্রথম সেরা পারফরম্যান্স দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে মাত্র ৩২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সেই থেকেই সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা।

২০১২ সালে ভারতের হয়ে টেস্টের মঞ্চে অভিষেক হয়েছিল রবীন্দ্র জাদেজার। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। কেরিয়ারের প্রথম টেস্টেই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। যদিও সেই ম্যাচে রান করেছিলেন মাত্র ১২। সেই থেকেই পথ চলা শুরু রবীন্দ্র জাদেজার। এরপরই ধীরে ধীরে এখন ভারতীয় টেস্ট দলের অন্যতম সেরা অল রাউনডার হয়ে উঠেছেন তিনি। আপাতত রিহ্যাব চালালেও, শোনাযাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টেই ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি।

Sports News