/bl-sky-247/media/media_files/TLo3XMJGlHoeHO62XVI9.jpg)
Ravindra Jadeja. ( Image Source:X )jyr
প্রথম দিন শুরুটা ভালভাবে করতে না পারলেও, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার হাত ধরে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। কঠিন পরিস্থিতিতে ক্রিজে এসে রোহিত শর্মার সঙ্গে ম্যাচের হাল ধরেছিলেন রবীন্দ্র জাদেজা। ভারত অধিনায়কের পাশাপাশি স্যার জাড্ডুর ব্যাট থেকেও এসেছিল সেঞ্চুরী ইনিংস। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী খেলার পাশাপাশি এক নতুন রেকর্ডও গড়েছেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। দ্বিতীয় দিনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে ভারতীয় হিসাবে এক এলিট তালিকায় নিজের নাম তুলেছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে ১০০০ রানের মালিক রবীন্দ্র জাদেজা। সেইসঙ্গেই ভেঙে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও। রাজকোটের পিচে প্রথম দিনই সেঞ্চুরী পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মা ফিরে গেলেও, ক্রিজে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন সেই জায়গা থেকেই ফের লড়াইটা শুরু করেছিলেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। তবে বেশী রান স্কোরবোর্ডে যোগ করতে পারেননি তিনি। ১১২ রানেই ইনিংসে থেমেছেন রবীন্দ্র জাদেজা।
কিন্তু সেই রানই রবীন্দ্র জাদেজাকে পৌঁছে দিয়েছে এক বিরাট রেকর্ডে। ভারতীয় ক্রিকেটার হিসাবে এলিট তালিকায় নাম তুলেছেন তিনি। সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের তালিকায় নতুন সংযোজন এবার রবীন্দ্র জাদেজার নাম। ১৫ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০০ রানের মাইলস্টোন গড়েছেন স্যার জাড্ডু। তাঁর এই পারফরম্যান্সে সকলেই মুগ্ধ। একইসঙ্গে ভারতের রানের পাহাড়ে পৌঁছনবোর রাস্তাটাও যে তিনিই প্রশস্ত করে দিয়েছিলেন তাও বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় ব্যাটার হিসাবে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০০ রান
সচিন তেন্ডুলকর - ২৫৩৫
সুনীল গাভাসকর - ২৪৮৩
বিরাট কোহলি - ১৯৯১
রাহুল দ্রাবিড় - ১৯৫০
গুন্ডাপ্পা বিশ্বনাথ - ১৮৮০
চেতেশ্বর পূজারা - ১৭৭৮
দিলীপ ভেঙ্গসরকার - ১৫৮৯
কপিল দেব - ১৩৫৫
মহম্মদ আজহারউদ্দিন - ১২৭৮
বিজয় মঞ্জরেকর - ১১৮১
এমএস ধোনি - ১১৫৭
ফারুখ ইঞ্জিনিয়ার - ১১১৩
রবিচন্দ্রন অশ্বিন - ১০৪৮*
রবি শাস্ত্রী - ১০২৬
প্রথম দিন জাদেজা যখন মাঠে এসেছিলেন সেই লময় ভারতের রান ছিল ৩ উইকেটে ৩৩। সেই জায়গা থেকেই রোহিত শর্মার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা তৈরি করেছিলেন তিনি। সেটাই ভারতকে এগিয়ে দিয়েছিল বড় রানে। দ্বিতীয় দিন রবীন্দ্র জাদেজা যখন থামেন সেই সময় তাঁর রান ১১২। জাদেজার গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৯টি চার ও ২টো ওভার বাউন্ডারি দিয়ে।