অবশেষে স্বস্তি। চতুর্থ দিনই ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ শুরুর পরই সেই কথা সরকারীভাবে ঘোষণা করে দিল ভারতী ক্রিকেট বোর্ড। পারিবারিক একটা সমস্যার জন্য হঠাত্ই খেলার মাঝপথে ফিরতে হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। শোনা গিয়েছিল তাঁর মায়ের অসুস্থতার জন্যই নাকি চলে গিয়েছিলেন তিনি। ৫০০ উইকেট নেওয়ার পরের দিনই ফিরে গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষপর্যন্ত স্বস্তির আবহ। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের সময় ফের একবার বল হাতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে। চতুর্থ দিনই ভারতীয় দলে যোগ দিয়েছিল রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে চতুর্থ দিনই সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানেই বলা হয়েছে যে, "ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হচ্ছে একটি পারিবারিক সমস্যার জন্য অশ্বিন অনুুপস্থিত থাকার পর ফের ভারতীয় দলে যোগ দিয়েছেন। পারিবারের পাশে থাকার জন্য রাজকোটে দ্বিতীয় দিনই তাঁকে চলে যেতে হয়েছিল। অশ্বিন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে চতুর্থ দিনই ফের তাঁকে মাঠে দেখা যাবে এবং ম্যাচে অংশগ্রহন করবেন তিনি"।
ম্যাচের তৃতীয় দিন অনুপস্থিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন
প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাটিংয়ের জন্য মাঠে নামার সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনের দিকে সকলের নজর ছিল। তাঁর ৫০০ উইকেটের অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। যদিও খুব একটা বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি কাওকেই। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৩.১ ওভারেই জ্যাক ক্রলিকে থামিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অনিল কুম্বলের রেকর্ড ছোঁয়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা রেকর্ড গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে ভারতীয় হিসাবে একমাত্র অনিল কুম্বলের এই রেকর্ড ছিল। ভারতের একমাত্র স্পিনার হিসাবে ৫০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গ়ড়েছিলেন অনিল কুম্বলে। সেই এলিট তালিকাতেই এবার নাম তুললেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং করে ভারত করেছে ৪৪৫ রান। রাজকোটের পিচে এদিন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে প্রথম ধাক্কাটাই দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। জ্যাক ক্রলিকে এদিন মাত্র ১৫ রানেই থামিয়ে দিয়েছিলেন তিনি। জ্যাক ক্রলিকে সাজঘরে ফেরানোর সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নয়া পালক। দ্বিতীয় ভারতীয় স্পিনার হিসাবে টেস্টের মঞ্চে ৫০০ উইকেটের মালিক হয়েছেন তিনি।
তৃতীয় দিন অবশ্য তাঁকে ছাড়াই খেলতে হয়েছিল ভারতীয় দলকে। তবে চতুর্থ দিনই রাজকোটে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন এই তারকা ক্রিকেটার। এটা যে ভারতীয় দলের কাছে অত্যন্ত স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না।