শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ছিল সকলেই। সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। তৃতীয় দিনের ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাতই কার্যত হতবাক সকলে। শোনাযাচ্ছে পারিবারিক ইমার্জেন্সির জন্যই নাকি হঠাত্ করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শুক্রবার রাতেই নাকি রাজকোট থেকে রওনাও দিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের পিচে প্রথম উইকেটটাই তুলে নিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। জ্যাক ক্রলিকে ফিরিয়ে ধাক্কাটা দিয়েছিলে তিনি। তৃতীয় দিনও যে অশ্বিনের থেকে অনেক সকলের প্রত্যাশাটা অনেকটাই বেশী ছিল তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু হঠাত্ই পারিবারিক কারণে চলতি টেস্ট থেকে নিজের নাম তুলে নিতে বাধ্য হয়েছেন এই তারকা ক্রিকেটার। রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা ক্রিকেটারের দলে না থাকাটা যে ভারতীয় শিবিরে বড়সড় প্রভাব ফেলছে তাও বলার অপেক্ষা রাখে না। সেই অভাব কে পূরণ করেন এদেন সেচাই দেখার অপেক্ষায় সকলে।
দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্টে ৫০০ উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন
ইংল্যান্ড ব্যাটিংয়ের জন্য মাঠে নামার সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনের দিকে সকলের নজর ছিল। তাঁর ৫০০ উইকেটের অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। যদিও খুব একটা বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি কাওকেই। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৩.১ ওভারেই জ্যাক ক্রলিকে থামিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অনিল কুম্বলের রেকর্ড ছোঁয়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে ভারতীয় হিসাবে একমাত্র অনিল কুম্বলের এই রেকর্ড ছিল। ভারতের একমাত্র স্পিনার হিসাবে ৫০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গ়ড়েছিলেন অনিল কুম্বলে। সেই এলিট তালিকাতেই এবার নাম তুললেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং করে ভারত করেছে ৪৪৫ রান। রাজকোটের পিচে এদিন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে প্রথম ধাক্কাটাই দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। জ্যাক ক্রলিকে এদিন মাত্র ১৫ রানেই থামিয়ে দিয়েছিলেন তিনি। জ্যাক ক্রলিকে সাজঘরে ফেরানোর সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নয়া পালক। দ্বিতীয় ভারতীয় স্পিনার হিসাবে টেস্টের মঞ্চে ৫০০ উইকেটের মালিক হয়েছেন তিনি।
কিন্তু সেই অশ্বিনকে ছাড়াই এবার মাঠে নামতে হচ্ছে ভারতীয় দলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা যে আরও কঠিন হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।