জো রুটের খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাট হাতে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। তাঁর এই খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী।

author-image
Manoj Kumar
New Update
Joe Root

Joe Root. (Photo Source: X)

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ব্যাট হাতে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট। তাঁর এই খারাপ পারফরম্যান্সের জন্য তাঁকে কটাক্ষ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। এই সিরিজে ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন যে এই সিরিজে জো রুট রানের চেয়ে বেশি ওভার বল করেছেন।

এই সিরিজে জো রুট ৯০-এরও বেশি ওভার বল করে ফেলেছেন। তিনি এখনও পর্যন্ত ২৯৫ রান দিয়েছেন এবং এর বিনিময়ে ৭টি উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের এই অভিজ্ঞ ক্রিকেটারের বোলিংয়ের গড় ৪২-এর বেশি এবং তাঁর স্ট্রাইক রেট হল ৭৮। অন্যদিকে, চলতি সিরিজে ব্যাট হাতে এখনও পর্যন্ত তিনি দলের জন্য ভালো অবদান রাখতে পারেননি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ৫টি ইনিংস খেলে মাত্র ৭০ রান করতে সক্ষম হয়েছেন। তাঁর ব্যাটিংয়ের গড় এবং সর্বোচ্চ স্কোর হল যথাক্রমে ১৪ এবং ২৯।

রাজকোটে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন জো রুট যখন বোলিং করছিলেন তখন রবি শাস্ত্রী বলেছিলেন, "জো রুট এই টেস্ট সিরিজে ৮৯ ওভার বোলিং করেছেন, যা তাঁর রানের চেয়েও বেশি।"

প্ৰথম ইনিংসে জসপ্রীত বুমরাহের বলে আউট হয়েছিলেন জো রুট

তৃতীয় টেস্ট ম্যাচটির প্ৰথম ইনিংসে জো রুট ৩১ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। জসপ্রীত বুমরাহের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটার। বুমরাহের বিরুদ্ধে জো রুটের ব্যাটিং রেকর্ড খুব একটা ভালো নয়। তিনি ২১টি ইনিংসের মধ্যে ৯ বার এই অভিজ্ঞ ভারতীয় বোলারের শিকার হয়েছেন।

টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে জো রুটের রেকর্ড বেশ ভালো। এই ফরম্যাটে ভারতের বিরুদ্ধে তিনি ১০০০-এরও বেশি রান করেছেন। তবে চলতি সিরিজে তিনি ফর্মের সমস্যায় ভুগছেন এবং ব্যাট হাতে ইংল্যান্ডকে সাহায্য করতে পারছেন না। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি রান পান কিনা সেটাই এখন দেখার বিষয়।

তৃতীয় টেস্ট ম্যাচটিতে এই মুহূর্তে খুব ভালো পরিস্থিতিতে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ওপেনার যশস্বী জয়সওয়াল একটি অনবদ্য শতরান করেছেন। অন্যদিকে, শুভমন গিল নিজের অর্ধশতরান সম্পূর্ণ করে ফেলেছেন। এই ম্যাচে ভারত জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

Sports News