রাঁচি টেস্টে নামার আগে তিন নম্বর পজিশনে ব্যাটিং নিয়ে মুখ খুললেন শুভমন

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেই ৯১ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। যদিও ভারতের হয়ে প্রথম দুই টেস্টে বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

author-image
Manoj Kumar
New Update
Shubman Gill

Shubman Gill. (Image Source: X)

রাঁচিতে চতুর্থ টেস্টে নামবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তব তার আগেই নিজের ব্যাটিং টেকনিক নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভমন গিল। তৃতীয় টেস্টেই ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেয়েছেন এই তারকা ক্রিকেটার। ভারতের জয়ের পিছনে শুভমন গিলের এই রানের অবদান যে কম ছিল না তা বলাই বাহুল্য। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন। তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে তাঁর যে কোনওরকম অসুবিধা হচ্ছে না সেই কথাই জানাতে দ্বিধা করলেন না শুভমন গিল।

ভারতীয় দলের ওডিআই ও টি টোয়েন্টি ফর্ম্যাটে ওপেনিং করেন তিনি। কিন্তু  টেস্টে সেই জায়গা চলে গিয়েছে যশস্বী জয়সওয়ালের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে তিন নম্বরেই ব্যাটিং করতে নামছেন তিনি। দিও প্রথম দুই টেস্টে ভারতীয় দলের হয়ে সেভাবে সাফল্য পাননি তিনি। কিন্তু তৃতীয় টেস্টেই শুভমন গিলে ব্যাটে রান এসেছে। যদিও অল্পের জন্য সেঞ্চুরী কিন্তু হাতছাড়া হয়েছে এই তারকা ক্রিকেটারের।

তৃতীয় টেস্টে ৯১ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল

যদিও তা নিয়ে শুভমন গিলের অবশ্য সেভাবে আক্ষেপ নেই। বরং তাঁর ব্যাটিং টেকনিক নিয়ে যে কথা হচ্ছে সেই প্রসঙ্গেইউ এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন শুভমন গিল। ওপেনিং থেকে তিন নম্বরে এসে শুভমন গিলের সমস্যা হচ্ছে কিনা সেটা নিয়েই নানান আলোচনা শুরু হয়েছিল। এমন পরিস্থিতিতেই নিজের বক্তব্য জানিয়েছেন শুভমন।  তিন নম্বর পজিশনে ব্যাটিং করাটা যে শুভমন গিলের কাছে নতুন কিছু নয়, তা বলতে কোনওরকম দ্বিধা করেননি এই তারকা ক্রিকেটার। এর আগেও এই পজিশনে তিনি খেলেছেন বলেই জানিয়েছেন শুভমন গিল।

রাঁচি টেস্টের আগেই শুভমন গিল জানিয়েছেন, "এর আগেও আমি ভারতীয়-এ দলের হয়ে এবং রঞ্জি ট্রফিতে তিন নম্বর পজিশনে ব্যাটিং করেছি। এই ব্যপারটা আমার কাছে একেবারেই নতুন কিছু নয়। আমি ওপেনার হওয়ার পরও কিন্তু একেবারেই নিজের ব্যাটিং টেকনিক কিছু বদলাই নি। মিডল অর্ডারে খেলার ক্ষেত্রে একেবারেই সেই পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়"।

রাঁচি টেস্টে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কয়েকজন ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছেন। যদিও তা নিয়ে অবশ্য খুব একটা বেশী চিন্তিত নন  শুভমন গিল। তাঁর মতে যারা দলে রয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত রয়েছেন তারা।

Sports News