জো রুটকে তাঁর স্বাভাবিক ক্রিকেট খেলারই পরামর্শ মন্টি পানেসরের

ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলে হয়ে গেলেও এখনও পর্যন্ত বড় রানের ইনিংস খেলতে পারেননি জো রুট। শেষ ম্যাচেও দ্বিতীয় ইনিংসে তাঁর রিভার্স সুইপ খেলার সিদ্ধান্ত নিয়ে চলছে সমালোচনা।

author-image
Manoj Kumar
New Update
Joe Root

Joe Root. (Image Source: X )

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জিততে পারলেও পরপর দুটো টেস্টেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। আর তাতেই চাপটা ক্রমশ বাড়তে শুরু করেছে। একইসঙ্গে ইংল্যান্ডের বাজবল ক্রিকেট খেলা নিয়েও নানান কথাবার্তা হচ্ছে। চলতি সিরিজে একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না জো রুট। শেষ দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তাঁকে নিয়েই এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসর। বাকি ক্রিকেটাররা বাজবল ক্রিকেট খেললেও, জো রুটকে সেই রাস্তায় না হাঁটারই পরামর্শ দিচ্ছেন এই প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার।

ফ্যাব ফোরের অন্যতম সদস্য ইংল্যান্ডের জো রুট। প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু ব্যাট হাতে তাঁকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। মন্টি পানেসর মনে করছেন যে ভারতের মাটিতে জো রুটের বাজবল ক্রিকেট খেলতে অসুবিধা হচ্ছে। কারণ এখানে সেভাবে সিম বোলিংয়ের সুবিধা পাওয়া যায় না। যে সুবিধাটা ইংল্যান্ডে পান তারা। আর এটাই জো রুটকে সমস্যার মুখে ফেলে দিচ্ছে। 

তিন ম্যাচে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি জো রুট

মন্টি পানেসরের মতে জো রুট যদি তাঁর ট্র্যাডিশনাল পদ্ধতিতেই টেস্ট ক্রিকেটটা খেলেন, তাতে সাফল্য  আসবে। জো রুটের মতো ক্রিকেটার একবার ক্রিজে দাঁড়িয়ে গেলে যে প্রতিপক্ষের চিন্তা বাড়বে, তা মানতে কোনও দ্বিধা নেই এই প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের। তিনি ইনসাইডস্পোর্টকে জানিয়েছেন, "জো রুটের উচিত্ একেবারে ইতিবাচক পদ্ধতিতেই ক্রিকেটটা খেলে চলা। তবে শুরুর দিকে তাঁকে তথাকথিত টেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। একবার তিনি যদি ক্রিজে দঁড়িয়ে যান, তখন তিনি বাজবল ক্রিকেট খেলতেই পারবেন"।

শেষ টেস্টেও লজ্জ্বার হার হয়েছে ব্রিটিশ বাহিনীর। ভারতের বিরুদ্ধেও নামার আগে বাজবল ক্রিকেটের কথাই শোনা গিয়েছিল বেন স্টোকসদের মুখে। কিন্তু তৃতীয় টেস্টে তাতে একেবারেই সাফল্য আসেনি। প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩১৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ বাহিনী। বড় লিড নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। এরপরই রাজকোটের বাইশগজে ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে শাসন করেছিলেন যশস্বী জয়সওয়াল। দুদিন ধরে তাঁর ব্যাটিংয়ের সামনে ইংল্যান্ডের বোলারদের কোনও প্রতিরোধই যথেষ্ট ছিল না। যশস্বীর দ্বিশতরানের সৌজন্য ভারত পৌঁছেছিল রানের পাহাড়ে। সেই পহাড়ই আর টপকাতে পারেনি বেন স্টোকসের ব্রিটিশ বাহিনী।

ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৫৭ রান। সেখানে রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়তেই পারেননি ব্রিটিশ ব্যাটাররা। মাত্র ১২২ রানেই শেষ হয়ে গিয়েছে বেন স্টোকসের তরকাখচিত ব্যাটিং লাইনআপ। এই হার থেকে শিক্ষা নিয়েই তারা এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

Sports News