সিরিজের নিষ্পত্তি হয়ে গিয়েছে রাঁচির ময়দানেই। ৩-১ এগিয়ে থেকে ধর্মশালায় পঞ্চম টেস্টে খেলতে নামবে রোহিত শর্মার ব্লু ব্রিগেড। বলা যেতে পারে ইংল্যান্ডের কাছে এই শেষ টেস্টটি মর্যাদা রক্ষার লড়াই। সেই টেস্টে নামার আগে বেন স্টোকসদের একটাই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি ম্যাকালামের দলকে উপদেশ দিচ্ছেন পেপ গুয়ার্দিওলার কৌশল কাজে লাগিয়ে জয়ের সরণিতে ফেরত আসতে।
এহেন উপদেশের কারণ কী? কিংবদন্তি ফুটবল গুরুর কৌশল ক্রিকেটে আমদানি করার কথা কেন ভাবছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক? ভনের চোখে শেষ পনেরো বছরের সবচেয়ে উদ্ভাবনী ক্ষমতার অধিকারী মানুষটির নাম হল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। মাইকেল ভনের বিশ্লেষণ, লিওনেল মেসির প্রাক্তন গুরু এমন একজন প্রশিক্ষক যিনি খেলোয়াড়দের আত্মতুষ্ট হওয়ার কখনো সুযোগ-ই দেন না।
ইংল্যান্ডের এক প্রথম সারির দৈনিকে নিজের কলামে ভন লিখেছেন, ‘ আমি অনেকবার পেপ গুয়ার্দিওলার রণকৌশল নিয়ে আলোচনা করেছি। তার কৌশল পর্যবেক্ষণ করেছি। আমার চোখে ও শেষ ১৫ বছরের শ্রেষ্ঠ নেতা। ও কখনো কোনো খেলোয়াড়কে আত্মতুষ্ট হওয়ার সুযোগ দেয় না। যে কারণে ফুটবলাররাও কখনো নিশ্চিন্ত থাকতে পারে না। প্রতিটা মুহূর্তে তাঁদের সতর্ক থাকতে হয়। ফুটবলাররা এটাও জানে যে পেপের কোচিংয়ে কখনো কোনও কিছুর নিশ্চয়তা নেই। যেকোনো মুহূর্তে দলের অন্দরে ছবিটা বদলে যেতে পারে।’ ভন আরো বলেন, ‘পেপের মতো মহান এক প্রশিক্ষক যদি দলের প্রত্যেককে সারাক্ষণ সতর্ক থাকতে বাধ্য করে, তাহলে এখনকার ইংল্যান্ড ক্রিকেট দলই বা আত্মতুষ্ট হয়ে পরে কী করে? বিশেষত যখন আমাদের দল আরো উন্নতি করতে পারছে না!’
এখানেই থামেননি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। অত্যন্ত হতাশার সাথে তিনি লেখেন, ‘আমাদের ব্যাটসম্যানরা জানে সপ্তাহের পর সপ্তাহ ধরে ওরাই খেলে যাবে। তবে আমার মনে হচ্ছে, এই ছবিটা খুব বেশিদিন স্থায়ী হবে না। হ্যারি ব্রুক যেমন দলে ফিরবেই। সেটাই দলের জন্য কাম্য। জো রুটের পাশাপাশি ব্রুকও আমাদের ব্যাটিংয়ে আরো গভীরতা নিয়ে আসবে।’ এর পরবর্তীতে আবারও পেপ গুয়ার্দিওলার প্রসঙ্গ টেনে ভন উল্লেখ করেন, ‘ পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, ইংল্যান্ড শিবিরের কখনোই সপ্তাহের পর সপ্তাহ একই দল খেলিয়ে যাওয়া ঠিক হবে না। সেটা করলে ক্রিকেটারদের মধ্যে এক ধরনের আত্মতুষ্টি এসে যায়। তারা ভাবতে শুরু করে, জয় পরাজয় যাই আসুক না কেন দলে তাদের জায়গা নিশ্চিত।’
প্রসঙ্গত ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ধর্মশালা টেস্ট। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় সহ বেশ কয়েকজন ক্রিকেটার রবিবারে পৌঁছে যান ধর্মশালায়। পৌঁছে গিয়েছে ইংল্যান্ড দলও। এহেন পরিস্থিতিতে ভন মনে করছেন, সিরিজের শেষ টেস্টে হারলে স্টোকসদের মনোবল ভীষণ ভাবে ধাক্কা ভাবে।