বশিরকে অশ্বিনের সাথে তুলনা করলেন মাইকেল ভন

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ হেরে শেষ করেছে ইংল্যান্ড শিবির। এই সিরিজে পরাজিত হলেও কিন্তু ইংল্যান্ডের প্রাপ্তির তালিকায় রয়েছে অনেক কিছু। সেরকমটাই বিবৃতি দিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভন। সেই প্রাপ্তির তালিকায় একদম উপরের সারিতে থাকবে শোয়েব বশিরের নাম। যাঁর মধ্যে রবিচন্দ্রন অশ্বিন হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন এই প্রাক্তন তারকা।

author-image
Manoj Kumar
New Update
IND vs ENG

Bashir (Source: X)

ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ হেরে শেষ করেছে ইংল্যান্ড শিবির। এই সিরিজে পরাজিত হলেও কিন্তু ইংল্যান্ডের প্রাপ্তির তালিকায় রয়েছে অনেক কিছু। সেরকমটাই বিবৃতি দিলেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভন। সেই প্রাপ্তির তালিকায় একদম উপরের সারিতে থাকবে শোয়েব বশিরের নাম। যাঁর মধ্যে রবিচন্দ্রন অশ্বিন হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন এই প্রাক্তন তারকা। রাঁচি টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনতে অন্যতম ভূমিকা নিয়েছিল এই পাকিস্তানি বংশোদ্ভূত তরুণ অফস্পিনার। প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিল ব্রিটিশ ক্রিকেট মহলে। তরুণ বশিরের প্রশংসা শোনা গিয়েছিল ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসের বিবৃতিতেও।

সেই প্রসঙ্গ উল্লেখ করেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘ ইংল্যান্ড ক্রিকেটের পক্ষে এটা অত্যন্ত দারুন একটা সপ্তাহ। ভারতে টেস্ট ক্রিকেটের মঞ্চ থেকে আমরা একজন ভবিষ্যতের মহা তারকাকে দেশের জন্য পেয়ে গেলাম। যাকে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেট চিনবে শোয়েব বশির নামে।’

মাত্র কুড়ি বছর বয়সী এই অফ স্পিনার ইতিমধ্যেই ইংল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়ার আগে কাউন্টি খেলে নিয়েছেন। কাউন্টিতে দলের হয়ে উল্লেখযোগ্য পারফর্মেন্স নির্বাচকদের চোখে পড়ে। তারপরেই তিনি ডাক পান ভারতের ঘূর্ণি পিচে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। জীবনের প্রথম টেস্টে সেরকম উল্লেখযোগ্য কিছু করতে পারেননি শোয়েব বশির। কিন্তু দ্বিতীয় টেস্টের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি এই তরুণ পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে। দ্বিতীয় টেস্টে ম্যাচ জেতানো বোলিং করে ব্র্যান্ডন ম্যাকালামের দলে অন্যতম ভরসাযোগ্য মুখ হয়ে উঠেছেন তিনি।

মাইকেল ভন বলেছেন, ‘নিজের জীবনের দ্বিতীয় টেস্ট ম্যাচেই আটটি উইকেট। বশির হলো ইংল্যান্ড দলের ও বিশ্ব ক্রিকেটের নতুন অশ্বিন। আমরা ভাগ্যবান যে আমরা ওকে খুঁজে পেয়েছি। তাই আমরা ওর আবির্ভাব নিয়ে উৎসব করতেই পারি।

ইংল্যান্ডের আর এক প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের মুখেও শোনা গিয়েছিল, বশির বন্দনা। কুক প্রশংসা করে বলেছিলেন, ‘ প্রতিটা বলই জায়গায় রাখছে শোয়েব। ওকে দেখে মনে হচ্ছে, ও যেকোনো সময় উইকেট তুলে নিতে পারে।’

 ভারতে আসার আগে যদিও ভিসা সমস্যায় পড়েছিলেন শোয়েব বশির। যে কারণে প্রথম টেস্ট শুরুর সময় তিনি ঠিক সময় এসে পৌঁছতে পারেননি। তবে দ্বিতীয় টেস্টে খেলেছেন তিনি। তারপর রাজকোট টেস্টে দল থেকে বাদ পড়ে যান এই তরুণ অফ স্পিনার। কিন্তু রাঁচিতে ফিরে এসেই নিজেকে প্রমান করলেন বশির। 

Sports News