বেন স্টোকস অধিনায়ক এবং ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পর থেকেই ব্রিটিশ ক্রিকেটের চিত্রটা খানিকটা বদলে গিয়েছে। টেস্টের মঞ্চে নতুন স্টাইল বাজবল ক্রিকেটকে সকলের সামনে নিয়ে এসেছেন তারা। সেই থেকেই দুরন্ত ফর্মে রয়েছে ইংল্যান্ড। কিন্তু ভারতের মাটিতে হঠাত্ই যেন ইংল্যান্ডের বিজয়রথ থেমে গিয়েছে। সেই কঠিন পরিস্থিতিতেই ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর মতে বাইরের কথায় কান না দিয়ে ইংল্যান্ডের আপাতত বাজবল ক্রিকেটের দিকেই সবচেয়ে বেশী নজর দেওয়া উচিত্।
বাজবল ক্রিকেটে এই মুহূর্তে ইংল্যান্ডের সাফল্য আকাশছোঁয়া। এশিয়ার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে এই বাজবল ক্রিকেটেই সাফল্য এসেছিল ইংল্যান্ডের। দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তারা। সিরিজও জিতেছিলেন বেন স্টোকসরা। কিন্তু ভারতের বিরুদ্ধে জয় পাওয়াটা তত সহজ হচ্ছে না ব্রিটিশ শিবিরে। বরং পপর দুই ম্যাচ হেরে বেশ চাপেই পড়ে গিয়েছে তারা। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তাদের বাজবল ক্রিকেট নিয়েও নানান কথাবার্তা আরম্ভ হয়ে গিয়েছে।
রাঁচিতে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামতে চলেছে ইংল্যান্ড
এই পরিস্থিতিতেই মাইকেল ক্লার্ক জানিয়েছেন, আমার মনে হয় এটা সেই পরিস্থিতিতে যেখানে তলোয়ার বাঁচাতেও পারে আবার তলোয়াড়ে মৃত্যুও হতে পারে। আমার মনে হয় এবার ইংল্যান্ডকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে এবং যা বলে বাজবল ক্রিকেট, সেটাই খেলা উচিত্ হবে। যদি তারা মনে করেন যে সেটাই ভারতকে হারানোর জন্য একেবারে যোগ্য হাতিয়ার তবে সেটাই যেন করে তারা।
ভারতের বিরুদ্ধেও নামার আগে বাজবল ক্রিকেটের কথাই শোনা গিয়েছিল বেন স্টোকসদের মুখে। কিন্তু তৃতীয় টেস্টে তাতে একেবারেই সাফল্য আসেনি। প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩১৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ বাহিনী। বড় লিড নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। এরপরই রাজকোটের বাইশগজে ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে শাসন করেছিলেন যশস্বী জয়সওয়াল। দুদিন ধরে তাঁর ব্যাটিংয়ের সামনে ইংল্যান্ডের বোলারদের কোনও প্রতিরোধই যথেষ্ট ছিল না। যশস্বীর দ্বিশতরানের সৌজন্য ভারত পৌঁছেছিল রানের পাহাড়ে। সেই পহাড়ই আর টপকাতে পারেনি বেন স্টোকসের ব্রিটিশ বাহিনী।
ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৫৭ রান। সেখানে রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়তেই পারেননি ব্রিটিশ ব্যাটাররা। মাত্র ১২২ রানেই শেষ হয়ে গিয়েছে বেন স্টোকসের তরকাখচিত ব্যাটিং লাইনআপ। এই হার থেকে শিক্ষা নিয়েই তারা এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।