প্রস্তুতি শুরু কেএল রাহুলের, তৃতীয় টেস্টেই মাঠে ফেরার অপেক্ষা

প্রথম টেস্টের পরই পায়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। চোট সারিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। ফিরতে পারেন তৃতীয় টেস্টে।

author-image
Manoj Kumar
New Update
KL Rahul

KL Rahul. ( Image Source: X )

শনিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের দল ঘোষণা করেছে ভারত। সেখানেই চোট সারিয়ে স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুল। তবে ফিটনেসের ওপরই নির্ভর করছে তাঁর প্রথম একাদশে থাকাট। এমনটাই জানানো হয়েছিল ভারতীয় দলের নির্বাচকদের তরফে। ম্যাচ শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই কেএল রাহুলের একটি ভিডিও তাঁর মাঠে ফেরার ইঙ্গিত দিচ্ছে। লোকেশ রাহুল যে মাঠে ফেরার জন্য প্রস্তুত, এই ভিডিওর মাধ্যমে তিনি সেই হবার্তাই দিচ্ছেন বলে মনে করছেন সকলে। লোকেশ রাহুল ফিরলে যে ভারতের মিডস অর্ডার অনেকটাই শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের মঞ্চে নামবে ভারত। রবিবার থেকেউ জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কেএল রাহুল। নিজের প্রস্তুতির সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এই তারকা ক্রিকেটার। আর সেই ছবি যে ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে ম্যানেজমেন্টকে বেশ আস্বস্ত করছে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি কেএল রাহুল। যদিও সেই ম্যাচে জিতেছিল ভারতীয় দল। কিন্তু গোটা সিরিজে তিনি অনুপস্থিত থাকলে যে ভারত বেশ সমস্যায় পড়তে পারে তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম টেস্টেই পায়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল

প্রথম ম্যাচেই ডান হাঁটুতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপরই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আর সেটা যে ভারতীয় দলের কাছে একটা বড়সড় ধাক্কা ছিল তা বলার অপেেক্ষা রাখে না। তবে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন কেএল রাহুল। তাঁর নেট সেশনের ছবি সকলকেই আস্বস্ত করছে। এখন শুধুই কেএল রাহুলের মাঠে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।

প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন কেএল রাহুল। দ্বিতীয় ইনিংসে অবশ্য বড় রান করতে পারেননি এই তারকা ক্রিকেটার। তবে তৃতীয় টেস্টে কেএল রাহুল ফিরলে যে ভারতের মিডল অর্ডার অনেকটা শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। কেএল রাহুল নিজেও এই ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন। সেই কথা মাথায় রেখে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগেই ভারতীয় শিবিরে জোড়া ধাক্কা লেগেছে।  বিরাট কোহলির পাশাপাশি এই সিরিজে দেখা যাবে না শ্রেয়স আইয়ারকে। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে দুর্বল মিডল অর্ডার নিয়ে চিন্তা ক্রমশই বাড়ছিল। কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজা স্কোয়াডে ফিরলেও তাদের মাঠে নামা নিয়ে সংশয় ছিল। তবে কেএল রাহুল নেট সেশন শুরু করে দিয়েছেন। সবকিছু ঠিকঠাক চললে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে চলেছেন তিনি।

Sports News