প্রথম দুই টেস্টে তিনি খেলেননি। শোনাযাচ্ছে তৃতীয় টেস্ট থেকেই ভারতীয় দলে ফিরতে পারেন বিরাট কোহলি। রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলিও এবার ফিরে এলে যে ভারতীয় দল অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ড শিবিরেও এই মুহর্তে সেই বিষয় নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে ব্রিটিশ শিবির যে তাদের নিয়ে খুব একটা ভয় পাচ্ছে তেমনটা নয়। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে সমীহ করলেও, তাদের আটকানোর ব্যপারেও আশার সুরই শোনা গেল তারকা ব্রিটিশ ক্রিকেটার জে রুটের গলায়।
টেস্টের মঞ্চে বিরাট কোহলি যে কতটা ভয়ঙ্কর ক্রিকেটার তা কার্যত সকলেরই জানা। গতবছরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেও বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝড়। দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠেও টেস্টের মঞ্চে বিরাট কোহলির ব্যাটে রান এসেছে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। প্রথম দুই টেস্টে তিনি খেলেননি। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে এবার তৃতীয় টেস্ট দিয়েই ভারতীয় দলে ফিরতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি
বিরাট কোহলি ভারতীয় দলে ফিরলে যাদের শক্তি অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে বিরাট কোহলি এবং রোহিত শর্মা একসঙ্গে ক্রিজে থাকলে যেকোনও অসম্ভবই যে সম্ভব তাও বলার অপেক্ষা রাখে না। তৃতীয় টেস্টে নামার আগে এই প্রসঙ্গ নিয়েই যথেষ্ট সাবধানী ইংল্যান্ড শিবির। সেই কথাই বারবার শোনা গেল প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক জো রুটের গলায়। একইসঙ্গে অবশ্য তাদের আটকানো নিয়েও যথেষ্ট আশাবাদী তিনি। জো রুটের মতো বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আটকানোও সম্ভব। আর সেটা করতে পারলে যে তারা এই সিরিজে অনেকটাই এগিয়ে থাকবে তাও বেশ স্পষ্ট।
জো রুট এই প্রসঙ্গে জানিয়েছেন, এই যুগের সেরা দুজনকে নিয়ে কথা হচ্ছে। অবশ্যই তাদের দিকে বাড়তি নজর থাকবে। আমরা জানি যে তারা কতটা গুরুত্বপূর্ণ এবং একইসঙ্গে এই ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটারও তারা। সুতরাং স্বাভাবিকভাবেই এই টেস্টে ভারতীয় দলের হয়ে একটা বড় ভূমিকা পালন করবেন তারা। সেজন্যই নিশ্চিত করতে হবে যে দলের টপ অর্ডারের ব্যাটারদের আগে সাজঘরে ফিরিয়ে দেওয়া। তাদের বড় রান করার সমস্তরকম দক্ষতা রয়েছে। সেখানে আমরা যদি ভুল করি। সেই জন্যই চেষ্টা করতে হবে তাদের তাড়াতাড়ি থামিয়ে দেওয়া, তবেই আমরা সিরিজে এগিয়ে যেতে পারব।
আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেখা্নেই এখন বিরাট কোহলির ভারতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় সকলে।