রাঁচিতে জসপ্রীত বুমরাহকে ছাড়াই মাঠে নামতে পারে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তিনটি টেস্ট ম্যাচ মিলিয়ে ১৭ টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।

author-image
Manoj Kumar
New Update
Jasprit Bumrah

Jasprit Bunrah. ( Image Source: X )

চার দিনেই তৃতীয় টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। আর তাতেই এখন ভারতীয় শিবিরে স্বস্তির আবহ। সেই পরিস্থিতিতেই এবার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কতা ভেবে বেশ কয়েকদিন ধরেই এই স্পীডস্টারকে বিশ্রাম দেওয়ার কথা শোনাযাচ্ছিল। কিন্তু সিরিজে না এগনো পর্যন্ত সেই সিদ্ধান্ত হয়ত নিতে পারছিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার শোনাযাচ্ছে চতুর্থ টেস্টেই জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় দল।

যদিও সরকারীভাবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই কথা ঘোষণা করা হয়নি। চতুর্থ টেস্ট ইংল্যন্ডের বিরুদ্ধে রাঁচিতে খেলকে নামবে টিম ইন্ডিয়া। সেখানে জিততে পারলেই সিরিজ নিজেদের পকেটে পুরবেন রোহিত শর্মারা। সেখানেই আবার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার ভাবনা চলছে। একইসঙ্গে একটা সুখবরও অবশ্য রয়েছে। শোনাযাচ্ছে চোট সারিয়ে নাকি এই ম্যাচেই আবার ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন কেএল রাহুল। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট মহল।

চলতি সিরিজে তিন ম্যাচ খেলে ১৭টি উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বল হাতে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন জসপ্রীত বুমরাহ। বিশেষ করে দ্বিতীয় টেস্টে তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের ওপর ভর করেই জয় নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় শিবির। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে জসপ্রীত বুমরাহ একাই তুলে নিয়েছিলেন ৯ উইকেট। রান দিয়েছলেন মাত্র ৯০। তৃতীয় টেস্টেও বল হাতে ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের তিনটি ম্যাচ খেলে ১৭টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। শোনাযাচ্ছে তাঁকে ছাড়াই নাকি রাঁচির উদ্দেশে রওনা দিতে চলেছে ভারতীয় দল।

অন্যদিকে শেষ দুটো ম্যাচে ভারতীয় দলে দেখা যায়নি কেএল রাহুলকে। চোটের কারণেই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এখন নাকি চোট সারিয়ে প্রায় ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন কেএল রাহুল।  রাঁচিতেই ভারতীয় দলের প্রথম একাদশে ফিরতে পারেন তিনি। গত ম্যাচেও রাহুলের মাঠে ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত দল থেকে ছিটকেই গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। 

চতুর্থ টেস্টে ভারতীয় দলে কেএল রাহুলের প্রত্যাবর্তন যে তাদের মিডল অর্ডারকে আরও বেশী শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না। সেইদিকেই এখন নজর রয়েছে ভারতীয় ক্রিকেট মহলের।

Sports News