রাঁচিতে চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সবকিছু ঠিকঠাক চললে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। এই সিরিজে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর বিধ্বমসী পেসের সামনে বারবারই বিপর্যস্ত হতে দেখা গিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে রাঁচিতে ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহকে। শেষ টেস্টে এই তারকা পেসারের পরিবর্তেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল আকাশদীপ সিংয়ের।
চতুর্থ টেস্ট জেতার পরই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল। তবে শেষ টেস্টেও জিততে মরিয়া হয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যদিও সিরিজ জিতে যাওয়ার ফলে এই টেস্টের জন্য ভারতীয় দলে কিছু পরিবর্তন হতে দেখা যেতে পারে। ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই বেশ কিছু পরিবর্তন হতে দেখা যেতে পারে। যদিও শেষপর্যন্ত কী হয় সেটা তো প্রথম একাদশ দেখার পরই বোঝা যাবে। আগামী ৭ মার্চ ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই শোনাযাচ্ছে ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে জসপ্রীত বুমরাহকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে ১৭টি উইকেট তুলেছেন জসপ্রীত বুমরাহ
সামনেই রয়েছে আইপিএল, এরপরই ভারতীয় দল নামবে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। সেই কথা মাথায় রেখেই ভারতীয় দলের ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই চতুর্থ টেস্টে ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহকে। তবে সিরিজের শেষ টেস্টেই ভারতীয় দলে ফিরতে চলেছেন তিনি। এই মুহূর্তে এই সিরিজে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেটের মালিকও জসপ্রীত বুমরাহ। তিন টেস্ট খেলে এখনও পর্যন্ত ১৭টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে বল হাতে ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন জসপ্রীত বুমরাহ। বিশেষ করে দ্বিতীয় টেস্টে তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের ওপর ভর করেই জয় নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় শিবির। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে জসপ্রীত বুমরাহ একাই তুলে নিয়েছিলেন ৯ উইকেট। রান দিয়েছলেন মাত্র ৯০। তৃতীয় টেস্টেও বল হাতে ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের তিনটি ম্যাচ খেলে ১৭টি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ।
অন্যদিকে কথাবার্তা চললেও শেষ টেস্টে ভারতীয় দলে কেএল রাহুলের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি এখনও পর্যন্ত পুরোপুরি ম্যাচ ফিট নন। এছাড়াও এই টেস্টে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় দল। কোন কোন ক্রিকেটার সুযোগ পান সেটাই দেখার।