ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই ম্যাচে একের পর এক সেরা স্পেলে সকলকে মুগ্ধ করেছিলেন ভারতীয় দলের তারকা পেসার। আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে নামবে ভারত। সেই ম্যাচে নামার আগেই ভারতীয় দলের এ তারকা পেসারকে প্রশংসায় ভরিয়ে ব্রিটিশ তারকা ক্রিকেটার ক্রিস ওকস। তাঁর মতে শেষ ম্যাচে জসপ্রীত বুমরাহ ছিল বিধ্বংসী ফর্মে। তাঁকে সেরা বলা না গেলেও, সেরা বোলারদের মধ্যে তিনি যে একজন সেই কথা বলতে কোনও দ্বিধা নেই ক্রিস ওকসের।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখানোর পরই বিরাট পুরস্কার পেয়েছেন জসপ্রীত বুমরাহ। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের মঞ্চে বোলারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অসাধারণ বোলিংয়ের পরই সেই পিরস্কার পেয়েছেন তিনি। শুধুমাত্র তাই নয়, টেস্টের পাশাপাশি ক্রিকেটের অন্যান্য ফর্ম্যাটেও শীর্ষস্থানে পৌঁছতে পেরেছেন জসপ্রীত বুমরাহ। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ফের একবার শিরোনামে উঠে এসেছেন তিনি।
দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দুই ইনিংস মিলিয়ে একাই ৯টি উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে রান দিয়েছিলেন মাত্র ৯১। সেখানেই তাঁর সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের তাবড় তাবড় তারকা ব্যাটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানে ভারতের সেই বিরাট জয়ের পিছনে জসপ্রীত বুমরাহ যে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তা বলাই বাহুল্য। সেই কারণে ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় ম্যাচে নামার আগে সেই জসপ্রীত বুমরাহকে নিয়েই উচ্ছ্বসিত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস।
জসপ্রীত বুমরাহ প্রসঙ্গে ক্রিস ওকস জানিয়েছেন, "শেষ ম্যাচে জসপ্রীত বুমরার পারফরম্যান্স ছিল অসাধারণ। বিশ্ব ক্রিকেটের তিনি একজন সেরা বোলার। ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটে তাঁকে যদি সেরা না বলা যায়, তবে তিনি সেরাদের মধ্যে অবশ্যই একজন। এই ধরণের পরিবেশে পেস বোলিং যে এমনভাবে করা সম্ভব হচ্ছে, তা দেখে সত্যিই খুব ভাল লাগছে"।
জসপ্রীত বুমরাহ যে এই ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। রাজকোটে তৃতীয় টেস্টের মঞ্চে নামতে চলেছে দুই দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে ইংল্যান্ড শিবির যে জসপ্রীত বুমরাহকে নিয়ে বেশ চিন্তায় রয়েছে তা বলাই বাহুল্য।