টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে জসপ্রীত বুমরাহ, গড়লেন রেকর্ড

দ্বিতীয় টেস্টে দুর্ধর্ষ পারফরম্যান্সের পরই টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছেন জসপ্রীত বুমরাহ। জসপ্রীত বুমরার এই সাফল্যে আপ্লুত সকলে

author-image
Manoj Kumar
New Update
Jasprit Bumrah

Jasprit Bumrah

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ম্যাচ শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই পুরস্কার পেয়ে গেলেন ভারতীয় দলের তারকা স্পীডস্টার। প্রথম ভারতীয় পেসার হিসাবে টেস্টের মঞ্চে শীর্ষস্থানে পৌঁছলেন তিনি। সদ্য টেস্ট বোলারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেখানেই শীর্ষস্থানে নিজের জায়গা পাকা রে ফেলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্সের পরই জসপ্রীত বুমরার মুকুটে উঠল নয়া পালক।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি জসপ্রীত বুমরাহ। সেই টেস্টে ভারতীয় দল এগিয়ে থেকেও হেরে গিয়েছিল। ব্যাটিং থেকে বোলিং নানান জায়গা নিয়েই সমালোচনাও হয়েছিল বিস্তর। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বিশাখাপত্তনমের বাইশগজেই বিধ্বংসী ফর্মে দেখা গেল জসপ্রীত বুমরাহকে। তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। সেই ম্যাচের পারফরম্যান্সই জসপ্রীত বুমরার মুকুটে নয়া পালক যোগ করল। এই পারফরম্যান্স গোটা সিরিজে জসপ্রীত বুমরাহ ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা টেস্ট বোলারদের ক্রম তালিকা প্রকাশ করেছেন। সেখানেই এবার শীর্ষস্থানে নিজের জায়গা পাকা করে ফেলেছেন জসপ্রীত বুমরাহ। সেই স্থানে পৌঁছনোর সঙ্গেই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছেন তিনি। প্রথম ভারতীয় পেসার হিসাবে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে কয়েকদিন আগে শেষ হয়েছে দ্বিতীয় টেস্ট। সেখানেই জসপ্রীত বুমরাহ ছিনিয়ে নিয়েছেন ম্যাচের সেরা ক্রিকেটারের তকমা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর সেইসঙ্গেই ভারতের জয়ের রাস্তাটাও পাকা করে দিয়েছিলেন তিনি। গোটা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯১ রান দিয়েছিলেন ভারতীয় দলের এই স্পীডস্টার। আর এই পারফরম্যান্সই যে জসপ্রীত বুমরাহকে তাঁর অন্যতম স্বপ্নপূরণের রাস্তায় দিকে এগিয়ে দিয়েছিল তা বলাই বাহুল্য। এর আগে তিনি তিন নম্বর পজিশনে ছিলেন।

সেখান থেকেই সকলকে টপকে শীর্ষস্থানে নিজের জায়গা পাকা করে ফেলেছিলেন এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও জসপ্রীত বুমরাহ তাঁর এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।