বিরাট কোহলির বিরুদ্ধে বোলিং না করতে পারায় হতাশ জেমস অ্যান্ডারসন

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলা এই টেস্ট সিরিজে নেই বিরাট কোহলি। গত ১৫ ফেব্রুয়ারী পুত্র সন্তানের ববা হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

author-image
Manoj Kumar
New Update
James Anderson

James Anderson. (Image Source: X )

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণের জন্যই ঘরের মাঠে নতুন বছরে টেস্ট সিরিজে নামেননি তিনি। আর সেটাই যেন খানিকা কষ্ট দিচ্ছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস অ্যান্ডারসনকে। তাঁর মতে সকলেই সেরা তারকাদের বিরুদ্ধে খেলতে চায়। এই মুহূর্তে ভারতীয় দলের সেরা ক্রিকেটারের তকমা যে বিরাট কোহলির গায়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে না পেয়ে খানিকটা হলেও হতাশ জেমস অ্যান্ডারসন। শেষ টেস্টে ধরমশালায় ভারতের বিরুদ্ধে নামবে তারা। তার আগেই এমন মন্তব্য করেছেন জেমস অ্যান্ডারসন।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরই সিরিজ জয় সম্পূর্ণ হয়ে গিয়েছে ভারতীয় দলের। শেষ টেস্ট জিতেই থামতে চায় ভারতীয় দল। এই সিরিজে ইংল্যান্ডের স্পিনারদের পাশাপাশি একমাত্র পোর হিসাবে সফল হয়েছেন জেমস অ্যান্ডারসন। একইসঙ্গে ৭০০ উইকেট নেওয়ার হাতছানিও রয়েছে তাঁর সামনে। সেই পরিস্থিতিতেই জেমস অ্যান্ডারসনের মুখে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম। বিরাট কোহলিকে প্রতিপক্ষ হিসাবে না পেয়ে বেশ হতাশ হয়েছেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। এর আগেও বিাট কোহলির বিরুদ্ধে বহু ম্যাচে খেলেছেন তিনি। কিন্তু এবার বিরাটের ঘরের মাঠেই বিরাট নেই তাঁপ প্রতিপক্ষ শিবিরে।

গত ১৫ ফেব্রুয়ারী পুত্র সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি

জেস অ্যান্ডারসন এই প্রসঙ্গে জানিয়েছেন, "অবশ্যই, যেকোনও ক্রিকেটারই সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে চান।  আর এটা সত্যিই আমার কাছে লজ্জ্জার যে এই গোটা সিরিজের অংশ তিনি নন। দীর্ঘ বছরে আমাদের দুজনের মধ্যে মনে রাখার মতো বহু লড়াই হয়েছে"।

নতুন বছরের শুরু থেকেই মাঠে নেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর থেকেই লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। সেই থেকেই বিরাট কোহলিকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। নতুন বছরে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধেই প্রথম টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানে রোহিত শর্মা ভারতীয় শিবিরে প্রত্যাবর্তন করলেও, বিরাট কোহলি কিন্তু বিশ্রামেই ছিলেন। শোনা গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই নাকি ভারতীয় দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি।

কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রখম দুই টেস্টের দল ঘোষণা হওয়ার সময়ই চমকে  যান সকলে। বিরাট কোহলি নিজের নাম তুলে নিয়েছিলেন এই দুই টেস্টের জন্য। তৃতীয় টেস্টের আগে গুঞ্জন চললেও, সেখানেও কিন্তু ভারতীয় দলে ফেরেননি এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই নেই তিনি। আর বিরাট কোহলি এমনটা করার পর থেকেই নানা কথাবার্তা শুরু হয়েছিল। বিরাটের ফের একবার বাবা হওয়ার জল্পনাটা চলছিলই। অবশেষে গত মঙ্গলবার সেই কথা সরকারীভাবে ঘোষণা করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধনায়কের স্ত্রী অনুস্কা।

Sports News