রাজকোটে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচে একটি লজ্জার রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তিনি টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি রান দেওয়ার রেকর্ড করেছেন। এই রেকর্ডটি আগে ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের নামে ছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচটি চলাকালীন অ্যান্ডারসন তাঁকে পিছনে ফেলে দিয়েছেন।
২০০৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অনিল কুম্বলে। তিনি মোট ১৩২টি টেস্ট ম্যাচ খেলেছিলেন এবং ১৮,৩৫৫ রান দিয়েছিলেন। তাঁর অবসরের এত বছর পরেও রেকর্ডটি টিকে ছিল। শেষমেশ জেমস অ্যান্ডারসন তাঁর এই রেকর্ডটি ভাঙলেন। ইংল্যান্ডের এই ৪১ বছর বয়সী পেসার টেস্ট ক্রিকেটে নিজের ১৮৫ তম ম্যাচটি খেলতে নেমেছেন। এই ফরম্যাটে তিনি এখনও পর্যন্ত ১৮,৩৭১ রান দিয়েছেন।
ইংল্যান্ডের এই অভিজ্ঞ পেসার টেস্ট ক্রিকেটে ৭০০টি উইকেট নেওয়া থেকে আর মাত্র ৪টি উইকেট দূরে রয়েছেন। সুতরাং, এই ফরম্যাটে তিনি এখনও পর্যন্ত ৬৯৬টি উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজটিতেই এই মাইলফলকটি স্পর্শ করে ফেলতে পারেন জেমস অ্যান্ডারসন। এই সিরিজের প্ৰথম টেস্ট ম্যাচটিতে তিনি প্ৰথম একাদশে জায়গা করে নিতে পারেননি। এরপর, দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে তিনি খেলার সুযোগ পান। এই ম্যাচটিতে তিনি মোট ৫টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। চলতি টেস্ট ম্যাচটির প্ৰথম ইনিংসে তিনি ১টি উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে অবসর নেওয়ার ব্যাপারে মুখ খুলেছিলেন জেমস অ্যান্ডারসন। উল্লেখযোগ্যভাবে, অ্যান্ডারসন হলেন টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তাঁর আগে মুথাইয়া মুরলিধরন এবং শেন ওয়ার্ন রয়েছেন।
জেমস অ্যান্ডারসন বলেন, "আমি ভালোভাবে খেলাকে বিদায় জানাতে চাই। আমি নিজের কেরিয়ারকে জোর করে টেনে নিয়ে যেতে চাই না। মর্গস (মর্গান) গত বছর একদিন সকালে উঠে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে জানত যে এটিই হল সেই দিন। আমি শুধু আশা করছি যে আমার সাথেও যেন এভাবেই জিনিসটি হয়।"
তিনি আরও বলেন, "আমি এরকম অবস্থানে থাকতে পেরে খুবই খুশি যেখানে আমি সিদ্ধান্ত নিতে পারি কারণ একজন বোলার হিসেবে সাধারণত চোট বা নির্বাচনের কারণে এটি আপনার হাত থেকে সরে যায়। আমার নিজের শর্তে বাইরে যেতে ভালো লাগবে, তবে কখন এটি হবে, আপনাকে কেবল অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।"