জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল, শনিবার সকালেই সত্যি হল তা। বিরাট কোহলিকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টের দল ঘোষণা করে দিল ভারতীয় দলের নির্বাচকরা। আগামী ১৫ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচের উদ্দেশেই ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই বিরাট কোহলির নাম নেই। একইসঙ্গে চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের দলে নেই আরেক তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারও।
এই মুহূর্তে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ফলাফল ১-১। দ্বিতীয় টেস্টেই ভারতীয় দল ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। সেই ম্যাচে দুরন্ত জয়ের পর আপাতত কয়েকদিনের বিরতি। আগামী ১৫ ফেব্রুয়ারীই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলির ফেরা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। প্রথম দুটো টেস্টে খেলতে পারেননি তিনি। প্রথমে শোনা গিয়েছিল যে তৃতীয় টেস্ট থেকে নাকি ভারতীয় দলে ফিরতে চলেছেন এই তারকা ক্রিকেটার। কিন্তু জল্পনাটা শুরু হয় দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর থেকেই।
শেষ তিন টেস্টে বিরাটের সঙ্গে শ্রেয়স আইয়ারও নেই ভারতীয় দলে
পরিবার্র সঙ্গে সময় কাটানোর জন্যই প্রথম দুই টেস্ট থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কিন্তু দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর থেকেই তাঁর এই গোটা সিরিজে খেলা নিয়ে একটা জল্পনা আরম্ভ হয়েছিল। সেই থেকেই শোনা যাচ্ছিল যে বাকি তিন টেস্টেও নাকি খেলহবেন না বিরাট কোহলি। যদিও সেখানে ক্রিকেট বোর্ডের তরফে কোনওরকম ইঙ্গিত ছিল না। তবে ভারতীয় দল ঘোষণা হয়ার সময়টা ক্রমশই পিছোচ্ছিল। অবশেষে সেটাই হল শনিবার। বিরাট কোহলিকে বাদ রেখেই দল ঘোষণা করলেন নির্বাচকরা।
একইসঙ্গে শ্রেয়স আয়ারের চোট নিয়েও একটা সমসস্যা দেখা গিয়েছিল। দ্বিতীয় টেস্টের পরই ফের পিঠের সমস্যা দেখা দিয়েছিল ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। সেই থেকেই তাঁকে নিয়ে জল্পনাটাও শুরু হয়েছিল। শেষপর্যন্ত শ্রেয়স আইয়ারও ছিটকে গেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের মঞ্চ থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বাংলার আরেক বোলার আকাশদীপ। এছাড়া ধ্রুব জুরেলও জায়গা করে নিয়েছেন এই শিবিরে।
ভারতীয় স্কোয়াডঃ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ