একটি টেস্ট ইনিংসে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে নিজের দ্বিতীয় দ্বিশতরান করলেন যশস্বী জয়সওয়াল। রাজকোটে বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি অনবদ্য দ্বিশতরান করেছেন এই প্রতিভাবান ভারতীয় ওপেনার।

author-image
Manoj Kumar
New Update
Yashasvi Jaiswal

Yashasvi Jaiswal. (Photo Source: X)

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে নিজের দ্বিতীয় দ্বিশতরান করলেন যশস্বী জয়সওয়াল। রাজকোটে বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি অনবদ্য দ্বিশতরান করেছেন এই প্রতিভাবান ভারতীয় ওপেনার। এই ইনিংসে তিনি ২৩৬ বলে অপরাজিত ২১৪ রান করতে সক্ষম হন।

যশস্বী জয়সওয়াল তাঁর এই ইনিংসে মোট ১২টি ছয় মারেন। একটি টেস্ট ইনিংসে এর থেকে বেশি ছয় আর কোনো ব্যাটার মারতে পারেননি। ১২টি ছয় মারার মাধ্যমে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরামের ২৮ বছর পুরোনো রেকর্ডের পাশে নিজের নাম লিখিয়েছেন এই প্রতিভাবান ভারতীয় ওপেনার। ১৯৯৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১২টি ছয় সহ অপরাজিত ২৫৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন ওয়াসিম আকরাম। উল্লেখযোগ্যভাবে, টেস্ট ক্রিকেটে এটি হল তাঁর সর্বোচ্চ স্কোর।

তৃতীয় দিনেই নিজের শতরান সম্পূর্ণ করে ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল। এরপর পেশিতে টান লাগার কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। চতুর্থ দিনে শুভমন গিল আউট হওয়ার পর তিনি আবার ক্রিজে ফিরে আসেন এবং ব্যাটিং শুরু করেন। যশস্বীর ইনিংসটিতে ১২টি ছয়ের পাশাপাশি ১৪টি চারও ছিল। তিনি তৃতীয় ভারতীয় হিসেবে পরপর দুটি টেস্ট ম্যাচে দ্বিশতরান করার রেকর্ডও গড়েছেন। তাঁর আগে বিনোদ কাম্বলি (১৯৯৩) এবং বিরাট কোহলির (২০১৭) নাম রয়েছে।

যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খানের হাত ধরে ইংল্যান্ডের সামনে ৫৫৭ রানের লক্ষ্য রেখেছে ভারত

চতুর্থ দিনে যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খান মিলে ১৫৮ বলে ১৭২* রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন। তাঁদের হাত ধরে ৯৮ ওভারে ৪ উইকেটে ৪৩০ রানে পৌঁছয় ভারত। এরপর ইনিংস ডিক্লেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। উল্লেখযোগ্যভাবে, প্ৰথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করতে সক্ষম হয়েছেন সরফরাজ খান। এই ইনিংসেও তিনি বেশ দ্রুতগতিতেই রান করেছেন। ৬টি চার এবং ৩টি ছয় সহ ৭২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন ২৬ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটার।

এই মুহূর্তে চলতি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার হলেন যশস্বী জয়সওয়াল। তিনি ব্যাট হাতে এখনও পর্যন্ত ৫৪৫ রান করেছেন। তিনি ১০৯ গড় এবং ৮১.১ স্ট্রাইক রেটের সাথে এই রান করেছেন। শেষমেশ এই সিরিজে তিনি কত রান করেন সেটাই এখন দেখার বিষয়।

Sports News