শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না ইয়ান চ্যাপেল

পিঠের সমস্যার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। প্রথম দুই টেস্টে ভারতীয় দলে থাকলেও বড় রান করতে পারেননি তিনি।

author-image
Manoj Kumar
New Update
Shreyas Iyer

Shreyas Iyer. ( Image Source: X)

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টের মঞ্চে নেই ভারতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। তাঁর না থাকা নিয়ে অনেকেই নানান আলোচনা করছেন। কিন্তু এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন তারকা অজি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। তাঁর মতে শ্রেয়স আইয়ারকে তাঁর দক্ষতার তুলনায় একটু বেশীই গুরুত্ব দিয়ে ফেলছেন ভারতীয় দলের নির্বাচকরা। ইংল্যান্ডের বিরুদ্ধে এই চিন সিরিজে শ্রেয়স আইয়ারের না থাকাটা ভারতীয় দলের কাছে খুব একটা বড় সমস্যা হবে না বলেও মনে করছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

প্রথম দুই ম্যাচেই ভারতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। যদিও দুই ম্যাচেই খুব একটা বড় রান করতে পারেননি এই তারকা ক্রিকেটার । তবে মিডল অর্ডারে যে তিনি ভারতের অন্যতম ভরসা তাও বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচেও যদি বিরাট কোহলি না খেলেন, তবে শ্রেয়স আইয়ারই যে ভারতীয় দলের মিডল অর্ডারে প্রধান ভরসা হতে চলেছিলেন , এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু সেই জায়গা নিয়েই এবার চিন্তায় পড়েছে ভারতীয় দল। পিঠের সমস্যার জেরে হঠাত্ই শ্রেয়স আইয়ার ভারতীয় দল থকে ছিটকে গিয়েছেন। শেষ তিনটি টেস্টের মধ্যে একটিতেও নেই তিনি।

পিঠের সমস্যার জেরে শেষ তিন টেস্টে নেই শ্রেয়স আইয়ার

আর তাতেই ভারতের দুর্বল মিডল অর্ডার নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতেই অবশ্য ইয়ান চ্যাপেলেপ মুখে অন্য কথা। তাঁর মতে শ্রেয়স আইয়ারের না থাকাটা খুব একটা বড় ব্যপার নয়। কারণ এই মুহূর্তে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে এসেছেন কেএল রাহুল। শুধুমাত্র তাই নয় রবীন্দ্র জাদেজার মতো তারকা ক্রিকেটারেরও প্রত্যাবর্তন হয়েছে। বিরাট কোহলি না থাকাটা  অবশ্য বড়সড় ধাক্কাই মনে করছেন ইয়ান চ্যাপেল। কিন্তু শ্রেয়স আইয়ারের অনুপস্থিতির ব্যপারটা খুব একটা বেশী গুরুত্ব দিতে নারাজ তিনি।

এই প্রসঙ্গে ইয়ান চ্যাপেল জানিয়েছেন, ভারত শক্তিশালী দল এবং তাদের দক্ষ অধিনায়ক রোহিত শর্মা। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজার চোট সারিয়ে ফেরাটা ভারতীয় দলের কাছে বিরাট ব্যপার। তবে ভারতীয় দলে বিরাট কোহলির না ফেরাটা একটা বড় ধাক্কা তাদের কাছে।আমি আশা করি যে এবার ভারতীয় দলের নির্বাচকরা শ্রেয়স আইয়ারের ব্যাটিং দক্ষতা নিয়ে বেশী ভাববেন না। বরং সেই জায়গায় কুলদীপ যাদবের মতো বোলারের উইকেট নেওয়ার ক্ষমতা নিয়েই বিশেষ চিন্তা করবেন।

Sports News